সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে মাহমুদুল্লাহরা। তাদের লক্ষ্য সিরিজ বাঁচানো।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর দুইটায় শুরু হচ্ছে ম্যাচটি। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১২৭ রানের ছোট পুঁজি নিয়েও জয়ের জন্য ম্যাচের শেষ ৩ ওভারে পাকিস্তানের সামনে ৩২ রানের সমীকরণ দাঁড় করায় বাংলাদেশ। কিন্তু ১৮ ও ১৯তম ওভারে যাচ্ছেতাই বোলিং করে বাংলাদেশকে হারের মুখে ঠেলে দেন দলের দুই বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে ১৫ বলে অবিচ্ছিন্ন ৩৬ রান তুলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে জয় এনে দেন শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ১৩২ রান তুলে জয়ের স্বাদ নেয় পাকিস্তান।

স্কোর কার্ড : (টস- বাংলাদেশ)

বাংলাদেশ ইনিংস :

মোহাম্মদ নাইম ক রিজওয়ান ব হাসান ১

সাইফ হাসান ক জামান ব ওয়াসিম ১

নাজমুল হোসেন শান্ত ব এন্ড ব ওয়াসিম ৭

আফিফ স্টাম্প রিজওয়ান ব শাদাব ৩৬

মাহমুদুল্লাহ রিয়াদ বোল্ড ব নাওয়াজ ৬

নুরুল হাসান ক রিজওয়ান ব হাসান ২৮

মাহেদি হাসান অপরাজিত ৩০

আমিনুল ইসলাম বোল্ড ব হাসান ২

তাসকিন আহমেদ অপরাজিত ৮

অতিরিক্ত (লে বা-১, ও-৭) ৮

মোট (৭ উইকেট, ২০ ওভার) ১২৭

উইকেট পতন : ১/৩ (নাইম), ২/১০ (সাইফ), ৩/১৫ (শান্ত), ৪/৪০ (মাহমুদুল্লাহ), ৫/৬১ (আফিফ), ৬/৯৬ (নুরুল), ৭/১১০ (আমিনুল)।

পাকিস্তান বোলিং :

নাওয়াজ : ৪-০-২৭-১ (ও-১),

হাসান : ৪-০-২২-৩ (ও-২),

ওয়াসিম : ৪-০-২৪-২ (ও-২),

রউফ : ৪-০-৩৩-০ (ও-২),

শাদাব : ৪-০-২০-১।

পাকিস্তান ব্যাটিং :

রিজওয়ান বোল্ড ব মুস্তাফিজ ১১

বাবর বোল্ড তাসকিন ৭

জামান ক নুরুল ব তাসকিন ৩৪

হায়দার এলবিডব্লু ব মাহেদি ০

মালিক রান আউট (নুরুল) ০

খুশদিল ক নুরুল ব শরিফুল ৩৪

শাদাব অপরাজিত ২১

নাওয়াজ অপরাজিত ১৮

অতিরিক্ত (লে বা-২, ও-৫) ৭

মোট (৬ উইকেট, ১৯.২ ওভার) ১৩২

উইকেট পতন : ১/১৬ (রিজওয়ান), ২/২২ (বাবর), ৩/২৩ (হায়দার), ৪/২৪ (মালিক), ৫/৮০ (জামান), ৬/৯৬ (খুশদিল)।

বাংলাদেশ বোলিং :

মাহেদি : ৪-০-১৭-১,

তাসকিন : ৪-০-৩১-২ (ও-২),

মুস্তাফিজ : ৪-০-২৬-১ (ও-২),

শরিফুল : ৪-০-৩১-১ (ও-১),

মাহমুদুল্লাহ : ৩-০-১৯-০,

আমিনুল : ০.২-০-৬-০।

ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : হাসান আলী(পাকিস্তান)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

Recommended For You

Exit mobile version