Connect with us

ফুটবল

ড্র করে অপেক্ষা বাড়ল নাপোলির

Published

on

লাৎসিওর বিপক্ষে ইন্টার মিলানের জয়ের ফলে শিরোপা থেকে মাত্র একটি জয়ের দূরত্বে ছিল নাপোলি। সালেরনিতানারের বিপক্ষে এগিয়ে গিয়ে আশাও জাগাল ৩৩ বছর পর সিরি আ জয়ের, কিন্তু উঁকি দেওয়া সেই সম্ভাবনা ড্র করে অপেক্ষা আরেকটু বাড়ল নেপলসের ক্লাবটির।

রোববার নাপোলির ঘরের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির শীর্ষ লিগে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। মাথিয়াস অলিভেরা স্বাগতিকদের এগিয়ে দেওয়া পর সমতা টানেন বুলায়ে দিয়া।

দিনের অন্য ম্যাচে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা লাৎসিও এগিয়ে থেকেও ইন্টারের কাছে হেরে যায় ৩-১ গোলে। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের আর নাপোলির আর কোন বাঁধা নেই বললেই চলে। সমান ৩২ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছে লাৎসিও পয়েন্ট ৬২ পয়েন্ট। ৫৬ পয়েন্টে চারে ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে যুভেন্টাস।

জিতলেই শিরোপা নিশ্চিত, এই ভাবনা ৬২ মিনিটে লেফট ব্যাক ম্যথিয়াস ওলিভেরার গোলে এগিয়ে গিয়ে গ্যালারির নীল সমুদ্রে গর্জন তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত আর আজ উৎসব হলো না নাপোলির। ৮৪ মিনিটে সেই গোল শোধ করে দিয়ে নাপোলির উৎসবের অপেক্ষা বাড়িয়ে দিল সালেরনিতানা। সমতা ফেরানো গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড দিয়া।

 

Advertisement

 

 

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

Cancel reply

ফুটবল

মার্তিনেজের জোড়া গোলে জয় পেলো আর্জেন্টিনা

Published

on

কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে লিওনেল মেসির এবং ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির না থাকার কথা আগেই জানা গিয়েছিল।

কোপা আমেরিকায় আজ মেসি চোটের কারণে এবং স্কালোনি ছিলেন না নিষেধাজ্ঞায় পড়ে। কিন্তু নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়া সহজ জয়ই পেয়েছে আর্জেন্টিনা। মেসির অনুপস্থিতিতে এ ম্যাচে আবারও জ্বলে উঠেছেন দারুণ ছন্দে থাকা লাওতারো মার্তিনেজ। তার জোড়া গোলে গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

বিরতির পর মাঠে নেমে শুরুতেই অবশ্য আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোলটি করেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটাও প্রায় পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কর্নার থেকে বল পেয়ে নিকোলাস তালিয়াফিকোর করা গোলটি বাতিল হয় ফাউলের কারণে।

ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় পেরু। কিন্তু পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করতে ব্যর্থ হন পারেদেস। ৮৬ মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিকই দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মার্তিনেজ।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা। গোলশূন্য ড্র হয়েছে।

Advertisement

৫ জুলাই কোয়ার্টার ফাইনালে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। এই গ্রুপ থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছে চিলি। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে বাদ পড়লো ২০১৫ এবং ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। আর উত্তর আমেরিকা থেকে আসা কানাডা ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসির বিশ্রাম, নিষিদ্ধ স্কালোনি

Published

on

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে পেরুর মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল (৩০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬ টায় এই ম্যাচটি খেলতে মাঠে নামবে দুই দল। এরমধ্যে নতুন খবর এসেছে আর্জেন্টিনা শিবির থেকে। ম্যাচটিতে চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। আর নিষেধাজ্ঞার কারণে থাকতে পারবেন না কোচ লিওনেল স্কালোনি।

মেসির চোটের ব্যাপারটি সামনে আসে চিলির বিপক্ষে ম্যাচের পর। জ্বর-গলাব্যথার সমস্যা তো ছিল। পাশাপাশি পায়ের পেশিতেও চোট পেয়েছিলেন এই তারকা ফুটবলার। শঙ্কা জেগেছিল তখনই। স্ক্যান করানো হবে, সে কথাও জানা যায়।

পেরুর বিপক্ষে ম্যাচটি তাতে খেলা হবে না মেসির। মূলত বিশ্রাম দেওয়া হবে তাকে এবং পর্যবেক্ষন করা হবে। এই ফুটবলারকে নিয়ে কোনো ঝুঁকি নিবে না আর্জেন্টিনা দল। কোয়ার্টার ফাইনালে মেসিকে পাওয়ার আশা করছে তারা।

স্কালোনির নিষিদ্ধ হওয়ার বিষয়ে জানা যায়, চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর মাঠে ফিরতে দেরি করেন আর্জেন্টিনা কোচ। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি মাঠে আসতে পারেননি, ফলে নিয়ম অনুযায়ী তাকে পরের ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।

শুধু স্কালোনি নয়, চিলি কোচ রিকার্দো গারেকাও বিরতির পর মাঠে ফিরতে দেরি করেন। তিনিও নিষেধাজ্ঞার আওতায় আসেন।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ভিনির জোড়া গোলে বড় জয় ব্রাজিলের

Published

on

অবশেষে কোপা আমেরিকায় জয়ে ফিরলো ব্রাজিল, প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ভিনি রদ্রিগোরা। ভিনিসিয়াসের জোড়া গোলে সাথে সাভিও ও লুকাস পাকেতার একটি গোড়ে গোল করেন।

সকাল দেখে নাকি সারাদিন আন্দাজ করা যায়। খেলার শুরুতেই ডান প্রান্ত দিয়ে ভিনির একের পর এক আক্রমণেই বোঝা যাচ্ছিলো ভিনির হাত ধরেই ফিরবে ব্রাজিল।

তবে গোল পেতে বেশ অপেক্ষাই করতে হয়েছে ব্রাজিলকে।  ডি বক্সে হ্যান্ডবল থেকে ৩০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তবে লুকাস পাকেতা বল পাঠান বাইরে দিয়ে।

এর পাঁচ মিনিট পরই গোল পান ভিনি।  ডান প্রান্ত থেকে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে পরেন রিয়াল মাদ্রিদ তারকা। এরপর দুর্দান্ত ফিনিশিংয়ে বল পাঠান জালে।

দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ আপেক্ষা করতে হয়নি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।  রদ্রিগোর ফিরতি শট পেয়ে বল জালে জড়ান সাভিও।

Advertisement

এই গোলের পর দুই দলের খেলোয়াড়েরা জড়ায় সংঘাতেও।  সংঘাতের রেশ কাটার আগেই যোগ করা মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করে নেন ভিনি।

বিরতির পর ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে ওমর আলদারেতের দুর্দান্ত এক গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে।  ব্যবধান কমিয়ে খেলায় ফেরার চেষ্টা করে প্যারাগুয়ের।  তবে বাঁধা হয়ে দাঁড়ায় আলিসন।

লিভারপুল গোলরক্ষকের বাঁধায় প্যারাগুয়ে দ্বিতীয় গোল না পেলেও ব্রাজিল আদায় করে চতুর্থ গোল।  ৬৩ মিনিটে ফের বক্সের ভেতর হ্যান্ডবলে পেনাল্টি পায় ব্রাজিল।

ভিনিসিয়াসের সুযোগ ছিলো এই শট নিয়ে হ্যাট্রিক করার। তবে এবারও কিক নিতে আসেন প্রথমবার মিস করা পাকেতা। এবার মিস করেননি ওয়েস্টহ্যাম মিডফিল্ডার।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version