ম্যানসিটির ট্রেবল জয়ের পথে ইন্টার পরীক্ষা

ইতোমধ্যে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে দুইটি শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ট্রেবল জয়ে এখন বাকি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

টুর্নামেন্টির ফাইনালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটিকে পরীক্ষা দিতে হবে ইন্টার মিলানের সাথে।  শনিবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

ম্যাচে জয় পেলে ট্রেবল জয়ের রেকর্ড বইয়ে ঠাঁই পাবে ম্যানসিটি। এর আগে, প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড এক মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফ এ কাপের শিরোপা জিতেছিল।

ক্রমেই ইংল্যান্ডের প্রভাবশালী দলে পরিণত হয়েছে ম্যান সিটি। গত ১২ মৌসুমে সাতবারই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে দলটি। গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউকে হারিয়ে এফ এ কাপের ট্রফিও ঘরে তুলেছে তারা।

আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে হারাতে পারলেই ট্রেবল শিরোপা জয়ে অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেডের সহাবস্থানে পৌঁছে যাবে সিটি। এর আগে, ১৯৯৯ সালে ট্রেবল জিতেছিল ম্যানইউ।

 

 

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version