Connect with us

ক্রিকেট

জিম্বাবুয়েতে হোটেলের মেঝে বসে থাকতে হলো লঙ্কান ক্রিকেটারদের

Published

on

আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের শুরু হবে আগামী রোববার (১৮ জুলাই) থেকে। বাছাইপর্বে অংশ নেওয়া সেই ১০ দলের একটি শ্রীলঙ্কা। বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতের মিশনে ইতোমধ্যেই তারা পৌঁছে গেছে জিম্বাবুয়েতে।

কিন্তু রোডেশিয়ানদের দেশে লঙ্কানদের প্রথম দিনে মুখোমুখি হতে হলো বাজে অভিজ্ঞতার। কেননা টিম হোটেলে পৌঁছে রুম না পেয়ে প্রায় তিন ঘণ্টা তাদের কাটাতে হয়েছে হোটেলের মেঝেতে।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে রুম না পেয়ে ক্লান্ত লঙ্কান ক্রিকেটার লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কাসুন রাজিতারা মেঝেতেই বসে পড়েন। ইতোমধ্যেই তাদের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

হোটেল কর্তৃপক্ষের চেক ইন প্রক্রিয়ার কার্যাবলী দেরিতে সম্পন্ন হওয়ায় ঘটেছে এ ঘটনা।

হোটেল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা দল রোববার দুপুরে হোটেলে পৌঁছায়। দায়িত্বরত কর্তৃপক্ষ হোটেলে প্রবেশের আগেই দল ঢুকে যাওয়ায় এমন বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের বিষয়টি জানানো হলে দ্রুত তারা ব্যবস্থা নেন।

Advertisement

 

 

ক্রিকেট

পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারালো বাংলাদেশ

Published

on

নেপালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বাজে শুরু বাংলাদেশের। পাওয়ারপ্লেতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট।

সেন্ট ভিনসেন্টে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান তানজিদ তামিম। এর পরের ওভারেই বোল্ট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪)। পঞ্চম ওভারে আউট হন লিটন কুমার দাস (১০)। টিকতে পারেননি তাওহিদ হৃদয়। ষষ্ঠ ওভারে ফিরেছেন মাত্র ৯ রান করে।

৪ উইকেট হারিয়ে টাইগার হাল ধরেছেন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৭ রান। সাকিব অপরাজিত ১৪ রানে। মাহমুদউল্লাহ করেছেন ৮ রান।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Published

on

সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। খেলায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। অর্থাৎ টস হেরে শুরুতে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫ টা ৩০ মিনিটে।

আগের ম্যাচের একাদশ থেকে কোন পরিবর্তন আসেনি বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজে টাইগারদের ঈদ পালন

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। সেখানেই ঈদুল আজহা পালন করেছে টাইগাররা।

রোববার (১৬ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজে সাকিব-মাহমুদউল্লাহদের ঈদুল আজহা পালনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

 

সেখানে দেখা যায় একটি কক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন।  একই সঙ্গে খাওয়া দাওয়া করছেন।

আগামীকাল (সোমবার) ভোরে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে।  বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০মিনিটে শুরু হবে ম্যাচটি।  মাঠে নামবে টাইগাররা।

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version