আর্কাইভ থেকে দুর্ঘটনা

ঢামেকের বার্ন ইউনিটে এসি থেকে আগুন

ঢামেকের বার্ন ইউনিটে এসি থেকে আগুন
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৮ জুন) সকালে বার্ন ইউনিটের পঞ্চম তলায় ৫১১ ডক্টরস রুমে এসির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। চিকিৎসকের রুম বন্ধ থাকায় এসির শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে মেশিন দ্বারা ধোঁয়া বের করা হয়। ঢামেক পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ওসি সহকারী উপপরিদর্শক এএসআই মাসুদ মিয়া বলেন, ‘চিকিৎসকের রুম বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনা কোনো হতাহত হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা। ঘটনার পর সেখানে কাজ করা একজন বৈদ্যুতিক মিস্ত্রি জানান, ওই কক্ষে ‘উইন্ডো এসি’ রয়েছে। হয়তো এসি চালু করা ছিলো। অতিরিক্ত তাপের কারণে সেই এসি থেকে আগুন ধরে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢামেকের | বার্ন | ইউনিটে | এসি | আগুন