আর্কাইভ থেকে বিএনপি

জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতনা : খন্দকার মোশাররফ

জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতনা : খন্দকার মোশাররফ

শহিদ জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতনা আর দেশও স্বাধীন হতনা। জিয়াউর রহমানকে অস্বীকার করা হলে দেশে স্বাধীনতাকেও অস্বীকার করা হবে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ড. খন্দকার মোশাররফ বলেন, বাকশালের মাধ্যমে গনতন্ত্র হত্যা করা হয়েছিল জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করছে। আওয়ামী লীগ বার বার গণতন্ত্রকে হত্যা করেছে আর বিএনপি তা পুণরুদ্ধার করছে।

তিনি বলেন, সারা বিশ্ব বলে বাংলাদেশে গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র সন্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য, সরকার বিচার বর্হিভূত হত্যাকাণ্ড চালিয়েছে। আওয়ামী লীগ সরকার ২০০৪ সালে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে তাদের অপকর্ম ধামাচাপা দেয়ার জন্য।

এ সম্পর্কিত আরও পড়ুন জিয়া | স্বাধীনতার | ঘোষণা | দিলে | মুক্তিযুদ্ধ | হতনা | | খন্দকার | মোশাররফ