আর্কাইভ থেকে বাংলাদেশ

খালেদা জিয়া আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছেন না : কায়সার কামাল

খালেদা জিয়া আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছেন না : কায়সার কামাল
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছেন না। বারবার তার প্রতি অন্যায় ও অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৩০ আগস্ট) নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন হাইকোর্ট থেকে খারিজ করা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। কায়সার কামাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছেন না। বারবার তার প্রতি অন্যায় ও অবিচার করা হচ্ছে। তিনি স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেই তার ওপর এই অন্যায় ও অবিচার করা হচ্ছে। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার রাজনৈতিক ইতিহাসে পরাজয়ের কোনো গ্লানি নেই। সে কারণেই তিনি বারবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আবেদন খারিজের পর পুনরায় আপিল করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন বিএনপি চেয়ারপার্সন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার সঙ্গে দেখা করে বিস্তারিত নির্দেশনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব। খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি অবিচার করা হলেও তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আরও বলেন, নাইকো দুর্নীতি মামলায় যদি সত্যিকার কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে ১৯৯৬ থেকে ২০০১ সালে যে সরকার ছিল সেখানে তার আমলে ঝামেলা ছিল। কারণ নাইকোর সঙ্গে চুক্তি হয়েছিল শেখ হাসিনার সঙ্গে নেতৃত্বাধীন তৎকালীন কেবিনেটের। দুঃখজনক হলেও সত্যি যিনি চুক্তি করলেন তার মামলা কোয়াস্ট (বাতিল) হয়ে গেল, অথচ খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকলেও তাকে আজ কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। উল্লেখ্য, এর আগে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়া | আদালত | ন্যায় | বিচার | পাচ্ছেন | | কায়সার | কামাল