আর্কাইভ থেকে বিএনপি

আওয়ামী লীগকে এবার যেতেই হবে: ফখরুল

আওয়ামী লীগকে এবার যেতেই হবে: ফখরুল
‘বিএনপি সাধারণ মানুষকে জাগিয়ে তোলার কাজ করছে। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক আর কাজ হবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তাদের এবার চলেই যেতে হবে’। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে বিরোধীদের নিপীড়নের হাতিয়ার’ শীষর্ক সেমিনারে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, ‘আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যাই। আমি ক্ষুদ্র মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টা মামলা আছে। আর দুটো মামলা বাকি আছে সেঞ্চুরি করতে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি যদি ঢাকা লোয়ার কোর্টে যান, দেখবেন গিজগিজ করছে মানুষ, সব মানুষ বিএনপির। আমাদের রাজনৈতিক কর্মী, একজনও বাদ নেই। সকালে তাঁরা মামলার হাজিরার কারণে রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা যেটা আছে, সেটা এখন পুরোপুরি তাদের (সরকার) হাতে।’ বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নীরবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে পুরো রাষ্ট্রকাঠামোকেই ভেঙে দেয়া হয়েছে। দেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই, যেখানে দুর্নীতি আর লুটপাট করেনি সরকার। এই অবস্থা থেকে পরিত্রাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী মতের মানুষদের নির্যাতন ও নিপীড়নে আদালতকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগকে | এবার | যেতেই | হবে | ফখরুল