আর্কাইভ থেকে জাতীয় পার্টি

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করলেও উদ্বেগ কাটেনি: রওশন

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করলেও উদ্বেগ কাটেনি: রওশন
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানান আলোচনার পর সরকার ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন করলেও কার্যত উদ্বেগ কাটেনি। বলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রওশন এরশাদ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানান আলোচনার পর সরকার ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তনের উদ্যোগ নিলেও কার্যত উদ্বেগ কাটেনি। ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সবচেয়ে বড় বিষয়, এ আইনের গুরুত্বপূর্ণ অংশীজন তথা সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের আইনটি তৈরির ক্ষেত্রে মতামত গ্রহণ করা যেতে পারতো। অবশ্য মন্ত্রিসভা প্রস্তাবিত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিলেও অংশীজনদের সঙ্গে সংশোধনীগুলো নিয়ে আলোচনা করার সুযোগ এখনো ফুরিয়ে যায়নি। আমরা আশা করবো, দেশি-বিদেশি মহলের দাবি ও পরামর্শের প্রতি সম্মান জানিয়ে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবে সরকার। বিরোধী দলীয় নেতা বলেন, দেশের ব্যাংকিং খাত সাইবার ঝুঁকি মোকাবিলায় শতভাগ প্রস্তুত নয়। অর্ধেক প্রতিষ্ঠানেরই অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই। সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে সরকারি সংস্থা ও দপ্তরের বেশির ভাগ ওয়েবসাইট। কিন্তু কর্তৃপক্ষ কতটা সচেতন হয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে, এমন প্রশ্ন উঠছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো বড় ঘটনার পরও এর নিরাপত্তা ব্যবস্থা সেভাবে জোরদার করা যায়নি। ক্রেডিট-ডেবিট কার্ড জালিয়াতির বেশকিছু ঘটনা ঘটেছে অতীতে। দেশের ব্যাংকে আইটি বিষয়ে দক্ষ জনবলের ও টেকনোলজির উন্নতির অভাব রয়েছে। সরকারি সাইটগুলো সব সময় হ্যাকারদের খুব পছন্দের টার্গেট। এ সাইটগুলো নিয়মিত পরিচর্যা হয় না। অতএব আপ টু ডেট রাখতে হবে নিরাপত্তাব্যবস্থাও।  

এ সম্পর্কিত আরও পড়ুন ডিজিটাল | নিরাপত্তা | আইন | পরিবর্তন | করলেও | উদ্বেগ | কাটেনি | রওশন