আজ বিশ্ব নারী দিবস

আজ বিশ্ব নারী দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

এবার নারী দিবসের প্রতিপাদ্য, করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের অন্যান্য দেশের কাছে রোল মডেল। জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ আমরা গ্রহণ করেছি ।

প্রধানমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারীদের জন্য নির্বিঘ্নে কাজ করার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। দেশে নারীদের সুরক্ষার জন্য কঠোর আইনের ব্যবস্থা নেয়া হয়েছে।দেশের প্রতিটি নারীকে যেকোন ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ প্রদান করেছি।

মুনিয়া

Recommended For You

Exit mobile version