আর্কাইভ থেকে বিএনপি

শান্তিময় প্রেমময় রঙিন বাংলাদেশ গঠন করতে চাই : ফখরুল

শান্তিময় প্রেমময় রঙিন বাংলাদেশ গঠন করতে চাই : ফখরুল
বিএনপি সব সময় অসাম্প্রদায়িকতার নয়, সবার সমান অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পেছনে একটি মহল ঝামেলা তৈরি করছে। রানা দাশগুপ্ত বলেছেন সরকার চাইলে পূজা সুন্দর ভাবে পালিত হবে না চাইলে হবে না। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র পক্ষে থেকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাখা বক্তব্যে এসব বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা পুরো জাতির সংকট। যখনই বিএনপি রাষ্ট্র চালনার দায়িত্ব পেয়েছে তখনই এসব নিয়ে কাজ করেছে। এখন সবকিছু বিভক্ত করে দেয়া হচ্ছে। আমরা বিভক্তি চাই না, ঐক্যের রাজনীতি চাই। বিএনপি মহাসচিব বলেন, কেন আজ ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালানোর মধ্য দিয়ে আবারও সংঘাত ফিরিয়ে আনতে চায় তারা। বিএনপি চায় শান্তিপূর্ণ নির্বাচন। মির্জা ফখরুল বলেন, ৩১ দফায় পরিষ্কারভাবে বলা আছে, সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। আমরা শান্তিময়, প্রেমময়, রঙিন বাংলাদেশ গঠন করতে চাই। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন শান্তিময় | প্রেমময় | রঙিন | বাংলাদেশ | গঠন | করতে | চাই | | ফখরুল