Connect with us

ফুটবল

ভার্চুয়্যাল সিস্টেমে দেয়া হবে পুরস্কার

Published

on

মেসি-মেগানদের উত্তরসূরিদের নাম ঘোষণায় ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অনলাইনে দেয়া হবে এবারের পুরস্কার। জাতীয় দলের কোচ, অধিনায়কের সাথে ২০০ জন সাংবাদিক এবং ভক্তদের অনলাইন ভোটে নির্ধারণ হবে সেরাদের তালিকা।

পুরস্কারের তালিকায় পুরুষ এবং মহিলা খেলোয়াড়, কোচ, গোলকিপার, সেরা একাদশ, সেরা গোল এবং সেরা ভক্তদের জন্য পুরস্কার রয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

মূল পুরস্কার অনুষ্ঠানটি করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বরে স্থগিত করা হয়েছিল এবং নতুন অনুষ্ঠানটি একটি ‘ভার্চুয়াল’ ইভেন্ট হবে।

এস

ফুটবল

মায়ামিকে বাঁচাল ভিএআর

Published

on

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত সেন্ট লুইসের বিপক্ষে মায়ামি ৩-২ গোলে পিছিয়ে। এমন অবস্থায় ইউলিয়ান গ্রেসেলের লম্বা পাস থেকে সেন্ট লুইসের জালে বল পাঠান বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্দি আলবা। সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে ওঠে চেজ স্টেডিয়ামের গ্যালারি।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মায়ামির করা সেই উচ্ছ্বাস মুহূর্তেই থেমে যায়। কারণ, সহকারী রেফারি যে পতাকা তুলে অফসাইডের সংকেত দেন। কিন্তু মূল রেফারি ভিএআরের সাহায্য নেন।

মনিটরে দেখা যায়, আলবা অফসাইড নন। গোলের বাঁশি বাজান রেফারি। আবার উচ্ছ্বাসে ভাসে মায়ামির গ্যালারি। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এর আগে ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। তার ১০ মিনিট পর সমতায় ফেরান মেসি। ৪১ মিনিটে আবার মায়ামি পিছিয়ে পড়লে প্রথমার্ধের যোগ করা সময়ে ফের সমতা আনেন লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে তাঁরই আত্মঘাতী গোলে ৩-২-এ পিছিয়ে আবারও পিছিয়ে পড়ে মায়ামি।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

রোনালদোকে কাঁদিয়ে নেইমারদের শিরোপা উদযাপন

Published

on

ইয়াসিন বনুর ম্যাচ জয়ী সেইভ দিতেই গ্যালারি থেকে নেইমারের দৌড়। এসেই লাফ দিলেন সতীর্থদের মাঝে।  অন্যদিকে কান্না আটকিয়ে রাখার চেষ্টায় রোনালদো। তবে তা পারলেন না পর্তুগিজ মহাতারকা।

সৌদি কিংস কাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেইমার জুনিয়রের আল নাসর। যদিও ইনজুরির কারণে খেলতে না পারা নেইমারকে থাকতে হয়েছে গ্যালারির দর্শক হয়ে।

রোনালদো খেলেছিলেন পুরো ম্যাচে। তবে শেষ পর্যন্ত আসেনি দলের জয়। মৌসুম জুড়ে ট্রফি না পাওয়ার কষ্টটা তাই স্পষ্ট রোনালদোর চোখের পানিতে।

খেলার মাত্র ৭ মিনিটেই মিত্রোভচের গোলে এগিয়ে গিয়েছিলো আল হিলাল। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা আনেন আয়মান ইয়াহিয়া।

এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানেও গোল করতে ব্যর্থ হয় দুই দলই, ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

Advertisement

পেনাল্টি শ্যুট আউটে প্রথম শটই মিস করে দুই দলই। এরপর বাকি চারটি শটে গোল করে আল হিলাল ও আল নাসর। আবার ষষ্ঠ শট মিস হয় দুই দলের। তবে সপ্তম শটে আল হিলাল গোল করতে পারলেও আল নাসর ব্যর্থ হয় গোল করতে।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ও বাংলাদেশ-ভারতের ম্যাচ সহ টিভিতে আজকের খেলা

Published

on

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।  রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এছাড়াও আজ শনিবার (১ জুন) টিভিতে যতো খেলা।

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ফাইনাল

Advertisement

রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচ

Advertisement

বাংলাদেশ-ভারত

রাত ৮-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১ ও নাগরিক টিভি

 

ফ্রেঞ্চ ওপেন

৩য় রাউন্ড

Advertisement

বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫

 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

গ্রুপ পর্ব

বিকেল ৪টা, টি স্পোর্টস

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version