আর্কাইভ থেকে জাতীয়

দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ হয় না : স্বাস্থ্যমন্ত্রী

দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ হয় না : স্বাস্থ্যমন্ত্রী
দেশের উন্নয়ন অনেকেরই পছন্দ হয় না। এই সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক চেষ্টা করেছে। শুধু স্বাস্থ্য খাতই নয়,সার্বিকভাবেই দেশের নানা উন্নয়ন হয়েছে। কিন্তু বাংলাদেশের এসব উন্নয়ন অনেক দেশেরই সহ্য হয় না,তাই তারা পেছন থেকে নানা ষড়যন্ত্র করে। বললেন স্বাস্থমন্ত্রী,জাহিদ মালেক। আজ  বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, মানুষের গড় আয়ু বেড়েছে।কিডনি লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। এগুলো আগে এই দেশে হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই নানা উন্নয়ন ও অর্জন এসেছে। তবে জ্বালাও পোড়াও হলে কোন উন্নয়ন সম্ভব নয়। স্বাস্থমন্ত্রী আরও বলেন,একটি দেশ যখন উন্নতি করে,তখন অনেক দেশই নানা চক্রান্ত শুরু করে।তারা এমন ভাবে ধরবে,যেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করলেই ভালো।কিন্তু প্রধানমন্ত্রী সাহিসকতার সাথে কাজ করে যাচ্ছেন। বক্তব্যে শেষে দেশের সমস্যা হলে সেটি সকলের জন্য সমস্যা হবে উল্লেখ করে,সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | উন্নয়ন | অনেকেরই | পছন্দ | হয় | | স্বাস্থ্যমন্ত্রী