সিন্ডিকেট ক্র্যাশ করার পদ্ধতি বের করতে হবে: কৃষিমন্ত্রী

‘সিন্ডিকেট সব জায়গায় থাকে। তাদের কীভাবে ক্র্যাশ করতে হবে, সেটার পদ্ধতি বের করতে হবে। কাউকে গলা টিপে মারার সুযোগ নেই। কর্মের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করতে হবে। সিন্ডিকেট অবশ্যই দুর্বল হয়ে যাবে।’ বললেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।

রোববার (১৪ জানুয়ারি) সকালে কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘এটি অবশ্যই একটি বড় মন্ত্রণালয়। আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা আছে করবো। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি, এ শক্তি কিন্তু বড় শক্তি, এর রেজাল্টও কিন্তু আমরা পাবো।’

মো. আব্দুস শহীদ বলেন, ‘কৃষিতে তো উৎপাদনটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে বাজার কীভাবে দখল করবো, মূল্য কীভাবে নিয়ন্ত্রণ করবো কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করবো।’

তিনি আরও বলেন, আমি আগে বুঝে নিই, তারপর ঠিক করবো কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবো।

Recommended For You

Exit mobile version