জাতীয়

‘জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের বিবৃতি পক্ষপাতমূলক’

‘জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের বিবৃতি পক্ষপাতমূলক’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের ৮ জানুয়ারি দেয়া বিবৃতিকে পক্ষপাতমূলক বলে আখ্যায়িত করেছে পররাষ্ট্র মন্ত্রনালয়। রোববার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ  হাই কমিশনারের বিবৃতি তাদের নজরে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে হাই কমিশনারের যে ম্যান্ডেট রয়েছে, তার বাইরে গিয়ে তিনি কাজ করেছেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে রাজনীতিকরণের মাধ্যমে তিনি বিবৃতিতে বাস্তবতার ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং তার মূল্যায়ণ পক্ষপাতিত্বমূলক। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য ৭ জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সরকার  দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিল। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং বিভিন্ন বিদেশি পর্যবেক্ষক এ বিষয়ে তাদের পর্যবেক্ষণ দিয়েছেন।’ এতে আরও বলা হয়, পর্যবেক্ষকদের এ বক্তব্যের   কারণেই জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের বিবৃতি পক্ষপাতমূলক। সমালোচনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, ‘বাংলাদেশ যেকোনও ধরনের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং যেকোনও ধরনের ন্যায্য উদ্বেগ সংশোধনের জন্য তৈরি রয়েছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জাতিসংঘ | মানবাধিকার | হাই | কমিশনারের | বিবৃতি | পক্ষপাতমূলক