আমদানি-রপ্তানি

‘পাটপণ্য রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে যাবে’

‘পাটপণ্য রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে যাবে’
পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করবে সরকার। পাটশিল্প খাত যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য চেষ্টা করবে সরকার। বহুমুখী পাটপণ্যের রপ্তানি আয়কে ঈর্ষণীয় পযায়ে নিয়ে যেতেও উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত মন্ত্রী। তিনি বলেন, পাটশিল্প খাত যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য চেষ্টা করবে সরকার। বহুমুখী পাটপণ্যের রপ্তানি আয়কে ঈর্ষণীয় পযায়ে নিয়ে যেতেও উদ্যোগ নেয়া হবে। এছাড়া ১৭টি জুট মিলের মধ্যে ৫টি জুট মিল বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে রয়েছে এবং রপ্তানি করছে বলে উল্লেখ করেন বস্ত্র ও পাটমন্ত্রী। তিনি বলেন, পাটকে আবার তার পুরনো ঐতিহ্যের স্থানে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করবে সরকার। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফও বক্তব্য রাখেন। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন পাটপণ্য | রপ্তানি | ঈর্ষণীয় | পর্যায়ে