ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আবারও কষ্টি পাথরের যুগল মূর্তি উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টায় মহেশপুর গ্রামের জে এম কে ইটভাটার মাটির স্তুপ থেকে এ দুটি মূতিগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকসা গ্রামে একটি পুকুর খননের মাটি 'জে এম কে' ইটভাটায় বিক্রি করা হয় । ইটভাটার জমানো মাটি খুঁড়তেই ভাটা শ্রমিকরা এ মূর্তি দুটি দেখতে পান।
সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, আমরা যুগল কষ্টি পাথরের দুটি মূর্তি ও একটি মূর্তির ছোট ভাঙা অংশ উদ্ধার করেছি।মূর্তিগুলো ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।
এর আগে, গত বুধবার মহেশপুরের 'জে এম কে ' ইটভাটার জমানো মাটির স্তুপ থেকে ভাঙা আরেকটি কষ্টি পাথরের মূর্তি পুলিশ উদ্ধার করেন পুলিশ।
মুনিয়া