জাতীয়

দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে : নৌ প্রতিমন্ত্রী

দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে : নৌ প্রতিমন্ত্রী
জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের ক্রয় সক্ষমতা ঠিক রয়েছে। বাজারে প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে। এটা কিন্তু সমগ্র পৃথিবীর সাধারণ বিষয়। জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না এই রকম ঘটনা নেই। বললেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পৃথিবীতে আন্তর্জাতিক চালের বাজার আজকে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। গত ১০০ বছরেও পৃথিবীতে চালের বাজার এত ঊর্ধ্বগামী হয়নি। অনেক দেশ আছে যে দেশে কোনো পণ্য উৎপাদন হয় না। সেইসব দেশ কিন্তু বড় খাদ্য ঝুঁকির মধ্যে আছে। আর যাদের পণ্য আমদানি করতে হয় তারা কিন্তু অনেক চিন্তার মধ্যে আছে। সারা বিশ্বে বর্তমানে সংকট চলমান উল্ল্যেখ করে তিনি বলেন, ২০১৮ সালে বাংলাদেশ একটা খুব ভালো অবস্থানে ছিল। ঠিক এরপরই বিশ্ব বৈশ্বিক সংকট, কোভিড-১৯ এর সংক্রমণ সমগ্র পৃথিবীর সঙ্গে বাংলাদেশকেও কিন্তু সেটা মোকাবিলা করতে হয়েছে। শুধু তাই নয় রাশিয়া-ইউক্রেন সংকটের প্রভাবও বাংলাদেশে পড়েছিল। রংপুরে পাইপ লাইনে গ্যাসের সংযোগ স্থাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুরে যে গ্যাস সংযোগ স্থাপন করা হয়েছে, তা শিল্পকলকারখানার জন্য। এটা ভাত-তরকারি রান্নার জন্য দেয়া হয়নি। আমাদের রান্না-বান্নার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। প্রসঙ্গত, উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর চেম্বারের সভাপতি মো. আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন দাম | বাড়লেও | মানুষের | ক্রয় | ক্ষমতা | রয়েছে | | নৌ | প্রতিমন্ত্রী