জাতীয়

সম্পর্ক আরও বাড়ানো হবে ইইউভুক্ত দেশের সঙ্গে : অর্থমন্ত্রী

সম্পর্ক আরও বাড়ানো হবে ইইউভুক্ত দেশের সঙ্গে : অর্থমন্ত্রী
ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশিদের যে চাহিদা ও কাজের সুনাম আছে,সেটাকে কাজে লাগিয়ে সম্পর্ক আরও বাড়ানো হবে। বললেন, অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার (৫ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ইতালি খুবই গুরুত্বপূর্ণ দেশ। ইতালির মতো দেশে এখন বাংলাদেশিরা অনেক সুনাম অর্জন করেছেন। এটা আমাদের কাজে লাগাতে হবে। ইউরোপীয় ইউনিয়ন সেজন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করার পরিকল্পনা করছে। বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নে একটা বিরাট বাজার আছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে অনেক অবৈধ অভিবাসী আছেন, তাদের নিয়ে মঙ্গোলিয়ার একটি কনফারেন্সে আলোচনা হয়েছে। তাদের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ এটার সমাধান করতে চায়। বাংলাদেশ চায় না  কোনো বাংলাদেশি  ইউরোপীয় ইউনিয়নে যেন বেআইনিভাবে থাকে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যারা যাবেন, কিংবা বাস করতে চান, বৈধভাবে যদি সেখানে বাস করার সুযোগ থাকে তাহলে ইউরোপ তাদের গ্রহণ করবে। আর না হলে আমরা এটা নিয়ে আলোচনা করব। পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ইতালি থেকে বছরে এক বিলিয়ন ডলার এসেছে। এটা ইতালির সরকারের তথ্য। বাংলাদেশ এতে খুবই খুশি। তারা বলেছেন, ইতালিতে বাংলাদেশিদের অনেক চাহিদা। বাংলাদেশিরা যেসব ক্ষেত্রে কাজ করতে চায়, সেখানে খুব ভালোভাবে কাজ করে, এটা ইতালীয়রা দেখেছে। প্রসঙ্গত, ইইউ ভুক্ত দেশে থাকা অবৈধ অভিবাসীদের একটি কাঠামোর মধ্যে আনতে চেষ্টা করছে সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন সম্পর্ক | আরও | বাড়ানো | হবে | ইইউভুক্ত | দেশের | সঙ্গে | | অর্থমন্ত্রী