জাতীয়

বেইলি রোড ট্র্যাজিডি : দুই বুয়েট শিক্ষার্থী নিহত

বেইলি রোড ট্র্যাজিডি : দুই বুয়েট শিক্ষার্থী নিহত
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীরা হলেন, বুয়েট ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন এবং একই ব্যাচের মেকনিক্যাল বিভাগের শিক্ষার্থী লামিশা ইসলাম। শুক্রবার (০১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ কতৃপক্ষ ও নিহতদের বন্ধুরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নটরডেম কলেজের সাবেক ও বুয়েট শিক্ষার্থী নাহিয়ানের মৃত্যুতে শোক জানিয়ে নটরডেম এলামনাই এ্যাসোসিয়েশনের ফেসবুক পেইজে বলা হয়, নটরডেম কলেজের সাবেক ছাত্র ও বুয়েটের ইইই বিভাগে বর্তমানে অধ্যয়নরত নাহিয়ান আমিন আগুনের পুড়ে মারা গেছেন। নাহিয়ানের বন্ধু জুনায়েদ এক ফেসবুক পোস্টে বলেন, 'নাহিয়ান একবার আমাকে বলেছিল, এখানে থাকলে একদিন হয় রোড এক্সিডেন্টে মারা যাব, না হলে আগুনে পুড়ে। এত দ্রুত নাহিয়ানের কথা সত্যি হয়ে যাবে কল্পনাও করতে পারিনি।' নিহত নাহিয়ানের বাড়ি বরিশাল। তিনি বরিশাল জেলা স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য, বেইলি রোডের ছয় তলা ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বেইলি | রোড | ট্র্যাজিডি | | দুই | বুয়েট | শিক্ষার্থী | নিহত