ইসরায়েলের হাতে আরও ২০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের রাফাহ শহর এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও ২০ জনকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১৯ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার রাফাহ শহরে মঙ্গলবার ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বর্তমানে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ শহরটিতে আশ্রয় নিয়েছেন।

এ ছাড়া মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরও ৬ জনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, গেলো বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা।

হামাসের ওই হামলার পর গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মারা গেছেন প্রায় ৩২ হাজার মানুষ। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Recommended For You

About the Author: GM Mahmud

Exit mobile version