জাতীয়

ঈদের ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

ঈদের  ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
প্রতিবার ঈদকে কেন্দ্র করে যানজটের কারণে যাত্রীদের প্রচুর ভোগান্তি আমরা দেখতে পাই। তাই এবছর ঈদের আগে তিনদিন এবং পরে তিনদিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ রাখতে হবে। বললেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বনানী বিআরটিএর সদর কার্যালয়ে এ কথা বলেন সড়ক মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ঈদে ট্রাক-ভ্যান বন্ধ থাকলেও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস মালামাল, ওষুধ জাতীয় পণ্য, জ্বালানি, সার জাতীয় পণ্যের গাড়িগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। মহাসড়কে বাইক চলাচলের বিষয়ে সড়কমন্ত্রী বলেন, জাতীয় সড়কে বাইক নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়ানো উচিত। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার দিয়ে তো কোনো সমস্যা সমাধান হবে না। হাইওয়ে ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে যত ভালো সিদ্ধান্ত নেয়া হোক, কোনো লাভ নেই। ঢাকায় লক্কর ঝক্কর গাড়ি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যখন বিদেশিরা বাংলাদেশে আসে এবং ঢাকায় লক্কড়-ঝক্কড় গাড়ি দেখে, তখন তাদেরও খুব লজ্জা হয় । এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। পরিবহন মালিকদের এদিকে নজর দিতে হবে। তিনি বলেন, সড়কে প্রচুর দুর্ঘটনা হচ্ছে,সচিবকে বারবার বলা হয়েছে, মূল বিষয়গুলোতে হাত দেয়া দরকার। এখনও সড়কগুলোতে সবচেয়ে বড় উপদ্রব তিন চাকার গাড়ি। তিনি সড়কে যখন চলেন তখন দেখেন তিন চাকার গাড়ি নেই। আবার যখন সড়কে বের হন না, তখনই রাস্তা ভরে যায় তিন চাকার গাড়িতে। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায়  সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন নেতা শাহাজাহান খান এমপি, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদের | | ৬ | দিন | বন্ধ | থাকবে | যেসব | যানবাহন