ক্রিকেট

যে কারণে আইপিএলের মাঝে দেশে মোস্তাফিজ

যে কারণে আইপিএলের  মাঝে দেশে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়ে হঠাৎ দেশে ফিরলেন মোস্তাফিজুর রহমান। অনাপত্তিপত্র বলছে, এ মাসের ৩০ তারিখ পর্যন্ত ভারতের মাটিতে থাকতে কোনো অসুবিধা নেই এই পেসারের। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিসা প্রস্তুতির কাজ পড়েছে মোস্তাফিজের। তাই হঠাৎ করেই মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশে ফিরলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়তে হবে বাংলাদেশকে। আগামী জুনে বসবে ক্রিকেটের এই বিশ্ব আসর। তবে উড়াল দেওয়ার আগে দরকার পড়ে বিভিন্ন অফিশিয়াল কাজকর্মের। যার গুরুত্বপূর্ণ একটি দিক ভিসা প্রস্তুতি। আগামী ৪ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ দল বায়োমেট্রিক প্রদান করবে ভিসার জন্য। সেখানে থাকতে হবে মুস্তাফিজকে। তাই চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুম ছেড়ে দেশে ফিরেছেন তিনি। শুধু ৪ এপ্রিল নয়, মুস্তাফিজকে অপেক্ষা করতে হতে পারে আরো কিছু দিন। কারণ হিসেবে জানা যায়, পাসপোর্ট ফেরত পাওয়ার একটা বিষয় থেকে যায়। যেখানে এই ক্রিকেটারকে স্ব-শরীরে থাকতে হবে। চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী ৫ এপ্রিল, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। সেই ম্যাচে মুস্তাফিজ থাকছেন না, এটা নিশ্চিত। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল, কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। সেই ম্যাচেও এই পেসারের থাকা নিয়ে আছে শঙ্কা। আশা করা যায় আসন্ন ম্যাচ দু'টির পর থেকে নিশ্চিতভাবে মুস্তাফিজকে পাবে চেন্নাই।

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | আইপিএলের | | মাঝে | দেশে | মোস্তাফিজ