জাতীয়

জিম্মি নাবিকদের নিয়ে শীঘ্রই সুখবর : পররাষ্ট্রমন্ত্রী

জিম্মি নাবিকদের নিয়ে শীঘ্রই সুখবর : পররাষ্ট্রমন্ত্রী
সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে। খুব সহসাই আপনারা সুখবর পাবেন। বললেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের লালদিঘি চত্বরে ‌একটি অনুষ্ঠান শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন,  নাবিকরা খুব সহসাই মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। সরকার জাহাজটিও মুক্ত করে নিয়ে আসতে পারবে। গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতোমধ্যে সাধিত হয়েছে। এর আগে কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম জানিয়েছিলেন, অতীতে জাহান মনির ক্ষেত্রে এমন করা হয়েছিল। এবারও প্রয়োজনে তাই করা হতে পারে। যদি আলোচনা শেষে উভয়পক্ষ সম্মত হয়। এর ব্যতিক্রমও হতে পারে। বিষয়টি নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির ওপর। প্রসঙ্গত, মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন। পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল দুবাই।

এ সম্পর্কিত আরও পড়ুন জিম্মি | নাবিকদের | নিয়ে | শীঘ্রই | সুখবর | | পররাষ্ট্রমন্ত্রী