ক্রিকেট

‘আমার ভাইকে খেলতে দাও না, চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে’

‘আমার ভাইকে খেলতে দাও না, চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন মোস্তাফিজ। আগামী ৩ মে থেকে অনুষ্ঠিত হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজ খেলবেন তিনি। এই সিরিজের কারণে আইপিএলের পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে টুর্নামেন্টের মাঝপথে ফিজকে দেশে ফিরিয়ে নেওয়ায় বিসিবির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট-বিশ্লেষক আকাশ চোপড়া। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যে ভালো করছে, তাকে ভালো করতে দাও। সামনে বড় নিলাম। ফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় দ্য ফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না।’ বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুসে বক্তব্যের সমালোচনাও করেছেন আকাশ, ‘বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও! বাংলাদেশ এরকম অনেকবার করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে।’ ফিজকে না পেলে চেন্নাইয়ের অনেক বড় ক্ষতি হবে জানিয়ে আকাশ আরও বলেন, ‘ফিজ চলে যাচ্ছে। চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না। এই ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে। বাংলাদেশ কেন এমনটা করছে। আমার ভাইকে খেলতে দাও না। চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে।’  

এ সম্পর্কিত আরও পড়ুন আমার | ভাইকে | খেলতে | দাও | চেন্নাইয়ের | কিছুটা | ক্ষতি | হবে