বাংলাদেশ

সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
প্রচন্ড তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। জেলাটিতে আজ রোববার (২১ এপ্রিল) বিকাল ৩ টায়  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গেলো শনিবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা জেলায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এই সভায় জেলার দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সিদ্বান্ত গৃহীত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচণা করে তাপপ্রবাহ চলাকালীন সময়ে চুয়াডাঙ্গার সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ধরনের | কোচিং | সেন্টার | বন্ধ | ঘোষণা