হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জরুরি নির্দেশনা

আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় এলাকায় (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় ফসল রক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে কৃষি অধিদপ্তর।

রোববার (২৮ এপ্রিল) ফসল রক্ষায় কৃষকদের ৮ জরুরী নির্দেশনা দেয় কৃষি অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়,

১. বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।

২. দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করুন।

৩. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।

৪. জমির আইল উঁচু করে দিন।

৫. ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।

৬. সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।

৭. বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।

৮. কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

আই/এ

Recommended For You

About the Author: Anik Mahmud

Exit mobile version