‘আওয়ামী লীগই বাংলাদেশে তাপপ্রবাহ সৃষ্টি করেছে’

‘এ সরকারের আমলে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। এই অবৈধ গণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশে খাল দখল করে, গাছ কেটে ফেলা হয়েছে। যে গাছের বয়স পাঁচ বছর হয়নি, সেই গাছগুলোকেও টেন্ডার দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের হাতে সঁপে দেওয়া হয়েছে। আজকে তাপপ্রবাহের কারণ হলো, বাংলাদেশে এই ১৫ বছর ক্ষমতায় থেকে যারা মেগা প্রকল্প লুট করেছে, খাল ও গাছ লুট করে বাংলাদেশ তাপপ্রবাহ সৃষ্টি করেছে।’

বুধবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।  সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণের এই কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম।

সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগই এদেশে সংকট সৃষ্টি করেছে। এই সংকট তাদেরই নিরসন করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিন, নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। কে ভোট চুরি করে ক্ষমতায় গেছে তার প্রমাণ দেবে জনগণ।’

যারা দেশের টাকা বিদেশে পাচার করে থাইল্যান্ড, কানাডা, আমেরিকায় বাড়ি করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে জয়নাল আবদিন ফারুক আরও বলেন, ‘তাহলে মানুষ বুঝবে আপনি জনগণের সরকার। যে দল বিরোধীদলকে দমনপীড়ন করার জন্য গুম করে, বিনাবিচারে কারাগারে নিয়ে যাওয়া হয়, বিনা কারণে গ্রেপ্তার হতে হয়, এ সরকারকে দেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না।’

আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী উপস্থিত ছিলেন।

Recommended For You

Exit mobile version