ক্রিকেট

যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হবে না তাসকিনের

যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হবে না তাসকিনের
যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। বাংলাদেশের এই পেসার চোটে পড়েছেন জিম্বাবুয়ে সিরিজে। মূলত সিরিজের চতুর্থ ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। এরপর পঞ্চম ম্যাচটিও খেলা হলো না তার। বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার আগের সিরিজটি খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। সেই সিরিজে তাসকিনের খেলা হচ্ছে না। আগামী ২১ মে থেকে হিউস্টনে শুরু হবে সিরিজটি। বাংলাদেশের স্কোয়াড ঘোষণার দিন যানা গেছে ইতোমধ্যে। আগামীকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১২ টায় দল ঘোষণা করার কথা রয়েছে। এরপর ১৫ মে রাত ১ টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা রয়েছে টাইগারদের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শুরুর আগে তাসকিনের সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, তাসকিনের চিকিৎসা প্রয়োজনে যুক্তরাষ্ট্রে। খুব সম্ভবত দলের সাথে যুক্তরাষ্ট্রে যাবেন তাসকিন। এবং সেখানে তার চিকিৎসা চলবে। তাসকিনকে দলে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেহেতু সিরিজ খেলা হবে না এই বাংলাদেশি পেসারের, সেহেতু তার বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবা হচ্ছে। সেখানে পেসার হাসান মাহমুদের সুযোগ হতে পারে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | সিরিজ | খেলা | হবে | তাসকিনের