ক্রিকেট

পাকিস্তানি পেসারদের উপর বিরক্ত রমিজ রাজা

পাকিস্তানি পেসারদের উপর বিরক্ত রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা কিছুটা বিরক্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জয় লাভ করে। তবে পেসারদের বোলিংয়ের ধরন ভালো লাগেনি রমিজের। দেখা যায়, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ ও মোহাম্মদ আব্বাস মিলে ১৬২ রান দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭তম ওভার খেলতেই জয় নিশ্চিত করে পাকিস্তান। যদিও পাওয়ার প্লে'তে বাবর আজম ও সাইম আইয়ুবের উইকেট হারিয়ে বসেছিল সফরকারী দল। তবে তা ঠিকই কাটিয়ে উঠে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ব্যাটিং নৈপুণ্যে সহজ জয় পায় তারা। কিন্তু বোলারদের নিয়ে মহাবিরক্ত সাবেক পিসিবি চেয়ারম্যান। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, "তারা আয়ারল্যান্ডের সাথে ২০০ রান স্বীকার করল। মনে হলো আমাদের বোলাররা এর পেছনে আছে। যদি তারা রিজওয়ান ও জামানের ক্যাচ লুফে নিতে পারত তবে পাকিস্তানের জন্য লক্ষ্যমাত্রা মোকাবিলা করা কঠিন হয়ে যেত। পাকিস্তানের টপ বোলাররা আয়ারল্যান্ডের বিপক্ষে কতগুলো রান দিয়েছে! এই দলের জন্য ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে।" পাকিস্তান ও আয়ারল্যান্ড সিরিজটি সমতায় ফিরেছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল (মঙ্গলবার) ডাবলিনে অনুষ্ঠিত হবে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানি | পেসারদের | উপর | বিরক্ত | রমিজ | রাজা