Connect with us

বাংলাদেশ

ভাইবাতে ছাত্রীকে জঙ্গি বলার অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে

Published

on

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রী পর্দা করায় জঙ্গি বলার অভিযোগ উঠেছে একই বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন নামের এক শিক্ষকের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ছাত্রীর অভিযোগ, কেন একজন শিক্ষক একজন ছাত্রীর ব্যক্তিগত বিষয়ে জানতে চাইবে? তবে বিষয়টি মিথ্যা  ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন অভিযুক্ত শিক্ষক মো. জসিম উদ্দিন।

খোজঁ নিয়ে জানা যায়, গত ২১ আগস্ট (রবিবার) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৪র্থ সেমিস্টারের 'Business Statistics-2 ও (FIN-222) কোর্সের ভাইবা অনুষ্ঠিত হয়। এতে পর্দা করায় এক ছাত্রীকে 'মৌলবাদী জঙ্গি' বলে সম্বোধন করে এবং ভাইবাতে ম্যানার জানেন না বলে হেনস্তা করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি সিনিয়রদের জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে গণমাধ্যমের সাথে কথা না বলতে নিষেধ করেন অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন।

ভুক্তভোগী ছাত্রীর রেফারেন্স দিয়ে এক শিক্ষার্থী লিখেন, ভাইবাতে প্রথমে স্যার বলেন, আপনি কি ভাইবা দেওয়ার ম্যানার শিখেন নাই? ভাইবা দেয়ার ম্যানার হলো মুখ খুলে আসতে হবে। এতো পড়াশোনা করে কি করবেন আগে মেনারস শিখেন। আপনি এইভাবে ভাইবা দিতে আসছেন জঙ্গী মৌলবাদীদের মতো। নিকাব খুলেও তো ভাইবা দেওয়া যায়। আমাকে জিজ্ঞেস করা হয় ভার্সিটি এডমিশন দিসেন কেমনে, বলসি তখন পর্দার বুঝ ছিলো না জানতাম না পর্দা যে ফরজ, বুঝ আসার পর থেকে পর্দা করা শুরু করেছি। বলে মুখ খোলা রেখেও তো পর্দা করা যায়।

আর তখন আপনি এডাল্ট ছিলেন আর একটা এডাল্ট মেয়ে তো সব বুঝে।আমি বলেছি স্যার সবাই তো আর পর্দার বুঝ টা আগে থেকে পায় না। আমি নাকি তর্ক করেছি তাই আমাকে বের করে দিয়েছে। তিনি আরও লিখেন, সংবিধানেও যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে।সেখানে আমার পর্দা নিয়ে পারসোনাল এট্যাক করার চেষ্টা। একাডেমিক টপিকের চেয়ে বেশি আমার মুখ খুলা নিয়েই প্রশ্ন ছিলো।

Advertisement

একই ব্যাচের একাধিক শিক্ষার্থী জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয়ে কথা বলার অভিযোগ রয়েছে। গতকাল ভাইবা দিতে গিয়ে ছাত্রীদের বিভিন্ন ধরণের কথা বলে হেনস্তা করেন। বয়ফ্রেন্ড আছে কিনা, মেয়েরা এত সুন্দরী হয় কিভাবে, কি ধরণের ছেলে পছন্দ ইত্যাদি জানতে চায়। তারা বলেন, মেয়েদের প্রতি স্যারের একটু দুর্বলতা আছে। ব্যক্তিগত ব্যাপারে কথা বলে। একজন মেয়েকে জিজ্ঞেস করে বয়ফ্রেন্ড নাই তবু এত সুন্দর কেন। মেয়েদের একাডেমিক খুবই কম প্রশ্ন করে। ছেলেদের সাথে পারসনাল কথা বলেনা, একাডেমিকই বলেন। পর্দা করা মেয়েদের কে বিভিন্ন সময়ে হেনস্তা করেন বিভিন্ন কথা বলে। ভাইবাতে পর্দা করায় এক ছাত্রীকে মৌলবাদী বলেন এবং জঙ্গি নাকি জিজ্ঞাস করেন।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বিষয়টি মিথ্যা ও ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, এবিষয়গুলা নিয়ে কথাই হয়নি। এটি একটি মিথ্যাচার ও ষড়যন্ত্র। কর্পোরেট ভাইবাতে পর্দা ব্যবহার করবেন কিন্তু স্মার্টলি যাবেন নমনীয়ভাবে যাবেন। ওই শিক্ষার্থীকে জাস্ট এতটুকু বলেছি, তাও বলেছি ভাইবার পরে। ভুক্তভোগী ছাত্রীকে সাংবাদিকদের যোগাযোগ না করতে নিষেধ করার বিষয়ে তিনি বলেন, এ ধরণের কোন কথাই হয়নি। সে আসছিল, তখন আমি বলেছি আমি হয়তো বুঝাতে পারিনি। সে বলছে স্যার বুঝতে পারছি।

এবিষয়ে বিভাগটির সভাপতি এমদাদুল হক বলেন, একজন শিক্ষক কিভাবে ভাইবা নিবেন এটি সম্পূর্ণ ওনার ব্যাপার। এমন বিষয়টি মাত্র তোমার থেকে শুনেছি। ছাত্রছাত্রী যদি অভিযোগ দেয় তাহলে আমরা বিষয়টি দেখব।

 

এ বিষয়ে জেন্ডার বিশেষজ্ঞ ও কুবি যৌন হয়রানী প্রতিরোধ সেলের সদস্য দিল নাসি মহসিন বলেন, এমন ঘটনা অবশ্যই নির্যাতন। এজন্য ছাত্রীর ব্যক্তিগত বিষয়ে শিক্ষক কথা বলতে পারেন না, এটি কোন সাধারণ শিষ্টাচারে পড়েনা। আমাদের দেশে আমরা অনেক কিছু দেখেও না দেখার মত করে চলি। আমরা কোন রেজাল্ট পাইনা। শিক্ষক যদিও ওই দৃষ্টি নিয়ে বলে থাকে তাহলে অবশ্যই অন্যায় কাজ। ব্যক্তিগত সম্পর্ক থেকে বলতে গেলেও, যেখানে ওইরকম চাহিদা নাই।

Advertisement

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিষয়টি সত্যতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় তদন্ত করবে। এর ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে। 

উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধু জন্ম বার্ষিকীতে ক্লাস নেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।

বাংলাদেশ

শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার: রিজভী

Published

on

শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। অভিযোগ করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। ভারতের সঙ্গে করা এসব চুক্তি বাংলাদেশকে চিরদিনের জন্য ক্রীতদাস বানাবে। এ সময় সরকার যাই করুক, বাংলাদেশের জনগণ দিল্লির দাসত্ব মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এদিন সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত সারাদেশের জেলা সদরের সমাবেশে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭  

Published

on

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২ জুলাই) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ৯৪৩ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু হয়েছে।

Advertisement

 

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

শাহজালালে মিললো সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার

Published

on

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার মোট ৩৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওমানের মাস্কাট থেকে অবতরণ করা সালাম এয়ারএয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্বর্ণ আসছে। এতে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়। ভোর সাড়ে ৫টা নাগাদ ওমানের মাস্কাট থেকে আসা ওভি-৪৯৭ নম্বর ফ্লাইটটি রামেজিং করা হয়।

এ সময়, সিট নং ২ (ডি-ই-এফ) এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলেও জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version