Connect with us

বলিউড

ধর্ষণের পর হত্যা করা হয় অভিনেত্রী সোনালিকে- অভিযোগ পরিবারের

Published

on

অভিনেত্রী সোনালি ফোগতের আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। প্রাথমিক অনুমান ছিল, গোয়া সফরে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কিন্তু ময়নাতদন্তের পর তার শরীর জুড়ে ক্ষতচিহ্ন দেখে বোঝা গিয়েছে, ভোঁতা কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। যদিও পরিবারের দাবি, খাবারে বিষ মিশিয়ে ধর্ষণ করা হয়েছিল হরিয়ানার বিজেপি নেত্রীকে। এর জন্য তারা দায়ী করতে চেয়েছেন সোনালির দুই সহকর্মীকেই।

এ ঘটনায় তার সহকর্মী সুধীর সভগন ও সুখবিন্দরকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে গোটা ঘটনাকে দীর্ঘ দিনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফলশ্রুতি হিসেবেই দেখছে সোনালির পরিবার। যার আভাস পাওয়া যায় সোনালির শেষ ফোনে।

বৃহস্পতিবার অভিনেত্রীর ভাই রিঙ্কু জানান, সোনালিকে গোয়াতে নিয়ে যাওয়াও চক্রান্তেরই অংশ। কারণ, তার শ্যুটিংয়ের দিন নির্ধারিত ছিল ২৪ আগস্ট। আর এ দিকে হোটেলের ঘর নেওয়া হয়েছিল ২১ এবং ২২ তারিখের জন্য। এমনটা কেন হল, প্রশ্ন তুলছেন তিনি। তা ছাড়া গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতাল, যেখানে সোনালিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকেও জানানো হয়েছে অভিনেত্রীর আগেই মৃত্যু হয়েছিল।

মৃত্যুর আগের দিন বাড়ির সঙ্গে কথাও বলেছিলেন সোনালি। জানান, খাবার খেয়ে অস্বস্তি হচ্ছে। তার পর আর যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। এতেই সন্দেহ গাঢ় হচ্ছে সোনালির পরিবারের।

ইতোমধ্যে মরদেহ দিল্লিতে এসে পৌঁছেছে শুক্রবার।

Advertisement

রিঙ্কুর বলেন,, আমরা বেশ টের পাচ্ছি, পুরোটাই ছক ছিল। তবে তদন্ত যে ভাবে হচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। শুধু এর বিচার চাই।

তিন বছর আগে, সোনালি নাকি তার এক সহযোগীর যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। পরিবার সূত্রে খবর, তখন হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল সোনালিকে। ময়নাতদন্তে আসা রিপোর্ট আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। সোনালিকে ধর্ষণ করা হয়েছে কি না, তা জানার জন্য বিশেষ কিছু রাসায়নিক বিশ্লেষণ হবে। তার পরই ফাঁস হবে সোনালির মৃত্যু-রহস্য। ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষ বার দেখা গিয়েছিল বিগ বস ১৪-এ। তিনি এক জন ‘ওয়াইল্ডকার্ড’ প্রতিযোগী হিসেবে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।

প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন তিনি।

বলিউড

১৩ বছর পর অভিনেত্রীর সৎ বাবাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

Published

on

১২ বছর আগে খুন হওয়া বলিউড অভিনেত্রী লায়লা খানের কথা মনে আছে? পরিবারের পাঁচ সদস্যসহ হত্যা করা হয়েছিল অভিনেত্রীকে। খুনের অভিযোগ ওঠে লায়লার সৎবাবা পারভেজ তাকের বিরুদ্ধে। অবশেষে হত্যাকাণ্ডের রায় দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত।

হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া লায়লার সৎবাবা পারভেজ তাককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৪ মে) মুম্বাইয়ের সেশন কোর্ট অভিনেত্রীর সৎবাবাকে মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করেন আদালত। হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগে পারভেজ ইকবাল তাককে দোষী সাব্যস্ত করেন অতিরিক্ত দায়রা জজ সচিন পাওয়ার। তিনি ছিলেন লায়লার মা সেলিনার তৃতীয় স্বামী।

প্রয়াত অভিনেত্রীর আইনজীবী পঙ্কজ চ্যাবন আদালতের কাছে মৃত্যুদণ্ড চেয়েছিলেন। রায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর প্রায় ১৩ বছর পর ন্যায়বিচার পেয়েছেন অভিনেত্রী।

২০১১ সালের ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হন অভিনেত্রী লায়লা খান ও তাঁর পরিবারের পাঁচ সদস্য! প্রায় এক বছর পর, ২০১২ সালের জুলাই মাসে ইগতপুরীতে অভিনেত্রীর ফার্ম হাউসের একটি গর্ত থেকে উদ্ধার হয় পচাগলা মৃতদেহ।

নিখোঁজ হওয়ার আগে লায়লা ও তাঁর পরিবারের সদস্যদের শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীর মা সেলিনার তৃতীয় স্বামী তাকের সঙ্গে। পুলিশের তখন সন্দেহ হয় তাককে। ওশিওয়ারায় একটি ফ্ল্যাট ও দোকান, মীরা রোডের আরেকটি ফ্ল্যাট এবং ইগতপুরীর ফার্মহাউসসহ গয়না হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাক খুন করে লায়লাকে।

Advertisement

সেলিনার দ্বিতীয় স্বামী আসিফ শেখের অভিযোগ, তাক লায়লা ও তার বোনদের পতিতাবৃত্তিতে ঠেলে দিতে চেয়েছিল। তদন্ত চলাকালীন জম্মু ও কাশ্মীরের বন ঠিকাদার তাক পুলিশি তদন্তে শিকার করেছিলেন, নিরাপত্তাহীনতার কারণে সৎমেয়ে লায়লা, স্ত্রী সেলিনা বড়সহ সেলিনার অপর তিন সন্তান আজমিনা, যমজ ভাইবোন জারা ও ইমরানকে খুন করেন তিনি। ওই সময় পরিবারের সঙ্গে থাকায় প্রাণ যায় লায়লার খুড়তুতো বোন রেশমারও।

২০০২ সালে কন্নড় ভাষার ‘মেকআপ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন লায়লা। ২০০৮ সালে ‘ওয়াফা : আ ডেডলি লাভ স্টোরি’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বলিউড মেগাস্টার রাজেশ খান্না।

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

কানে সেরা অভিনেত্রীর পুরষ্কার, নজির গড়লেন বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্ত

Published

on

কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন বঙ্গতনয়া অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের জন্য এই সম্মান অর্জন করেছেন তিনি।

অনসূয়াই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। কলকাতার মেয়ে অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন।

‘দ্য শেমলেস’ সিনেমায় উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান। সিনেমাটিতে অনসূয়ার অভিনয় মুগ্ধ করেছে সমালোচকদের।

কানে পুরষ্কার জয়ের পর অনসূয়া তাঁর পুরস্কারটি উৎসর্গ করেছেন, বিশ্বের সব প্রান্তিক গোষ্ঠীকে, যাদের লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।

অনসূয়া  মূলত বলিউডে প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন। এবার অভিনেত্রী হিসেবে জয় করে নিয়েছেন চলচ্চিত্র শিল্পে অন্যতম সম্মাননা কান উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরা অভিনেত্রীর সম্মান।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

সত্যি কি সন্তানসম্ভবা ক্যাটরিনা?

Published

on

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পর বলিউডের আরেক জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে সন্তান আসছে বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি লন্ডনের রাস্তায় দুজনের একসঙ্গে হাঁটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনাকে দেখেই নেটদুনিয়ায় ভক্ত অনুরাগীরা মন্তব্য করছেন, মা হতে যাচ্ছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন পুরোপুরি অসত্য নয়। ক্যাট-ভিকির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে ক্যাটরিনা এবং ভিকি কৌশল তাদের প্রথম সন্তানকে যুক্তরাজ্যে স্বাগত জানাবেন।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে লন্ডনেই অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির দ্বিতীয় সন্তান অকায়ের জন্ম হয়।

ভারতে বসবাস করলেও ক্যাটরিনা কাইফ যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন এবং লন্ডনের হ্যাম্পস্টেডে তার একটি বাড়ি আছে। এই দম্পতি বর্তমানে সেখানেই অবস্থান করছেন এবং অনেকটা নীরবেই প্রথম সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

এসআই/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version