রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফাইনালে শ্রীলংকাকে ১৪ রানে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের চ্যাম্পিয়ন ভারতীয় লিজেন্ডস ক্রিকেট দল। 

রোববার মুম্বাইয়ের ডিআর ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৮১ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত। দলের হয়ে ৩৬ বলে ৫টি ছক্কা আর চারটি বাউন্ডারিতে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। ৪১ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৬০ রান করেন যুবরাজ সিং। 

১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সনথ জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ৬২ রানের ‍জুটি গড়েন অধিনায়ক তিলকরত্নে দিলশান। এরপর মাত্র ২৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। 

১২.৫ ওভারে ৯১ রানে ৫ উইকেট পতনের পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা।  শেষ দিকে চিন্তক জয়সিং ও কৈশল্যা বীররত্নের ব্যাটে একটা সময়ে জয় দেখেছিল তারা। 

শেষ ১৮ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৯ রান।  ১৮তম ওভারে ১৯ রান নিয়ে জয়ের স্বপ্ন দেখান তারা। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু ১৯তম ওভারে বীররত্নে আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় শ্রীলংকা। 

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮১/৪ (ইউসুফ পাঠান ৬২*, যুবরাজ সিং ৬০, শচীন ৩০)।
শ্রীলংকা: ২০ ওভারে ১৬৭/৭ (জয়সুরিয়া ৪৩, বীররত্নে, ৩৮, জয়সিং ৪০)।
ফল: ভারত ১৪ রানে জয়ী। 

Recommended For You

Exit mobile version