Connect with us

ক্রিকেট

ইংলিশ পেসারের এক ওভারে ৪৩ রান!

Published

on

ইংল্যান্ড পেসার অলি রবিনসনের জন্য বেশ কঠিন এক দিন গেল! ভুলে যাওয়ার মতো। এক ওভারে দিয়েছেন ৪৩ টি রান। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন দুই এর ম্যাচে মুখোমুখি হয়েছিল সাসেক্স ও লিচেস্টারশায়ার। সাসেক্সের হয়ে ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় ইনিংসের ৫৯তম ওভারে বল করতে আসেন রবিনসন। সেসময় তার নামের পাশে ছিল ১২ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট।

লিচেস্টারশায়ার ব্যাটার লুইস কিমবার ছিলেন স্ট্রাইক প্রান্তে। ডানহাতি এই ব্যাটার রবিনসনের প্রথম বলেই ছক্কা হাঁকান। পরের ডেলিভারিতে পায়ের নো করেন এই পেসার, সেই বলেও ছয় হাঁকিয়ে বসেন কিমবার। তৃতীয় ডেলিভারিতে থার্ড ম্যান অঞ্চল দিয়ে একটি চার মারেন এই ব্যাটার।

রবিনসনের চতুর্থ বল, যা একটি শর্ট ডেলিভারি ছিল- সেই বলেও আসে ছক্কা। পঞ্চম ডেলিভারিতে চার এবং ষষ্ঠ বলে আবারও নির্দিষ্ট সীমা পেরিয়ে যান এই বোলার। সেই বলে আসে আরও এক ছক্কা। এর মাধ্যমে ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্যাটার কিমবার।

Advertisement

সপ্তম বলে একটি চার, অষ্টম বলে আবার নো করেন এবং ছয় হজম করেন এই বোলার। ওভারের শেষ বলটিতে গিয়ে একটি সিঙ্গেল আসে। মোট ৯ বল করতে হয় রবিনসনকে, যার মধ্যে ৩ টি বল ছিল নো। এই নয় বলের মধ্যে ৬ টি চার ও ২ টি ছক্কা ছিল রবিনসনের নামের পাশে। আর কিমবার শেষ পর্যন্ত নিজের ইনিংস শেষ করেছেন ১২৭ বলে ২৪৩ রানে। ম্যাচটি অবশ্য হেরেছে কিমবারের দল লিচেস্টারশায়ার।

এরমধ্যে একই দিনে কাউন্টিতে সারে ও ওরচেস্টারশায়ারের ম্যাচে স্পিনার শোয়াইব বশির এক ওভারে দিয়েছেন ৩৮ রান।

 

এম/এইচ

Advertisement

ক্রিকেট

ডাম্বুলার হারের দিনে উজ্জ্বল মোস্তাফিজ

Published

on

জিততে পারলো না মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা সিক্সার্স। একই দলে আছেন বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টানা দুই ম্যাচ হারলো ডাম্বুলা। আজকের ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে অবশ্য বোলিংয়ে দারুণ করেছেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ডাম্বুলা প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯১ রান। যেখানে কুশল পেরেরা একাই করেন ১০২ রান। এমন লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়ে অনেকখানি নির্ভার থাকার কথা ছিল ডাম্বুলার। কিন্তু তা আর হয়নি।

প্রতিপক্ষ জাফনা অবশ্য ৩৬ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসেছিল। এরপর আভিস্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কার ১৩৪ রানের জুটিতে ম্যাচ বাগে নিয়ে আসে ক্যান্ডি। আসালাঙ্কা ৩৬ বলে ৫০ এবং ফার্নান্দো ৩৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন।

কুশল মেন্ডিস ও আসালাঙ্কার উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এদিকে হৃদয় ব্যাটিংয়ের সুযোগ পাননি, ফিল্ডিংয়ে একটি সরাসরি থ্রোতে একটি রানআউট করেছেন।

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছেন জাফনা।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে কবে হবে ভারত-পাকিস্তান ম্যাচ

Published

on

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এ ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। মার্চের ১ তারিখ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহের জায়গা থাকে ক্রিকেটে। এই ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও আলাদা নজর থাকে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের আয়োজন যদি ঠিকঠাক থাকে- তবে মার্চের ১ তারিখেই কাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঠিকঠাক থাকা বা না থাকার প্রশ্ন আসে- কারণ ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কি না, তা নিয়ে আছে ধোঁয়াশা। এরমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিতে টুর্নামেন্টের সূচি পাঠিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে এখনো কোনো ইতিবাচক কিছু জানা যায়নি।

ভারতীয় সরকারের সাথে আলাপ আলোচনা শেষ করে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজন হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

শীর্ষ অলরাউন্ডার হিসেবে জায়গা নিলেন পান্ডিয়া

Published

on

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়া জায়গা করে নিয়েছেন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে। এই অলরাউন্ডার দুই ধাপ এগিয়ে শ্রীলঙ্কা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেরিয়ে উপরে উঠেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কেবল এক ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে অবস্থান করছেন।

বিশ্বকাপে ১৫১ স্ট্রাইক রেট, ৪৮ গড় নিয়ে ১৪৪ রান করেছেন পান্ডিয়া। এছাড়াও সংগ্রহ করেছেন ১১ টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচে ২০ রান দিয়ে সংগ্রহ করেছেন ৩ উইকেট। যে ম্যাচে ভারত ৭ রানে জয়ী হয়ে শিরোপা উঁচিয়ে ধরে। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে সেরা পারফরম্যান্স করেন তিনি, ২৭ বল খেলে অপরাজিত ৫০ রান সংগ্রহ করেন।

পান্ডিয়ার সতীর্থ জাসপ্রীত বুমরাহর র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে। বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এই বোলার। তিনি ১২ ধাপ এগিয়ে ১২তম অবস্থানে আছেন এখন তিনি। বিশ্বকাপে শিকার করেছেন ১১ টি উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

শুধু বুমরাহ নন, ভারতের অন্য বোলারদেরও উন্নতি হয়েছে। বাঁহাতি লেগ স্পিনার কুলদীপ যাদব বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছেন। তিনি ৩ ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম অবস্থানে আছেন। পেসার আর্শদ্বীপ সিং, যিনি যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকার করেছেন, মোট ১৭ টি- তিনি ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩তম অবস্থানে আছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version