Connect with us

ফুটবল

ড্র করে উরুগুয়ের সামনে ব্রাজিল

Published

on

না আছে কোন গোছালো পাস, না আছে কোন দৃষ্টিনন্দন আক্রমণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ‘কুৎসিত’ ফুটবল উপহার দিলো ব্রাজিল।

যদিও খেলার প্রথমে এগিয়ে গিয়েছিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরাই। ম্যাচের ১২ মিনিটে ডি বক্সের কিছুটা বাইরে ফ্রি কিক থেকে বল জালে পাঠান বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।  ১৯৯৯ সালের পর কোপা আমেরিকায় সরাসরি ফ্রি কিক থেকে গোল পেল ব্রাজিল।  ২৫ বছর পর আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ফ্রি কিক থেকে গোল পেয়েছিল সেলেসাওরা।

গোল পাওয়ার পরই কলম্বিয়ার একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে ব্রাজিলকে। প্রথমার্ধের যোগ করা সময় সেই আক্রমণের সুফলও পায় কলম্বিয়া। দানিয়েল মুনোজের গোলে সমতায় ফেরে তারা।

বিরতির পর আক্রমণের কিছুটা গতি বাড়ায় ব্রাজিল।  তবে পাল্টা আক্রমণে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলো কল্বিয়াও।  আক্রমন-পাল্টা আক্রমণে গোল পায়নি কেউই।  ৮৩ মিনিটে  ব্রাজিলের গোলকিপার আলিসনকে সামনে একা পেয়েও গোল করতে পারেননি রাফায়েল বোরে।

যোগ করা সময়ের ৪ মিনিটে ব্রুনো গিমারাইজের বাঁকানো শট ভার্হাস ঠেকিয়ে না দিলে গ্রুপ চ্যাম্পিয়ন হতেও পারতো ব্রাজিল।

Advertisement

জয় না পাওয়ায় গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল। নকাউট সেই পর্বটিতে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়েকে। সেই ম্যাচে ব্রাজিল পাবে না দলের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে। গ্রুপ পর্বে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় তার উপর এসেছে এক ম্যাচের নিষেধাজ্ঞা।

ফুটবল

কোয়ার্টারে নিষিদ্ধ জুড বেলিংহাম

Published

on

স্লোভেনিয়ার বিপক্ষে অশালীন অঙ্গভঙ্গির কারণে জুড বেলিংহামের বিরুদ্ধে তদন্ত করছিল উয়েফা।

তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় এই ইংলিশ মিড ফিল্ডারকে এক ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। পাশাপাশি ৩০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে এই মাদ্রদি তারকাকে।

কাজেই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে ইংলিশদের।

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় তারা সুইজ্যারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।  এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেলিংহামকে হারানো বড় ধাক্কাই ইংল্যান্ডের জন্য।

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসিদের কাছে হেরে বিদায় নিলেন ইকুয়েডর কোচ

Published

on

ইকুয়েডরের দায়িত্ব ছাড়লেন দলটির কোচ ফেলিক্স সানচেজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর এই সিদ্ধান্ত নিলেন সানচেজ ও দেশটির ফুটবল সংস্থা। তিনি ২০২৩ সালের মার্চে দলটির দায়িত্ব গ্রহণ করেন।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরেছে ইকুয়েডর। ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে তারা। খেলার নির্ধারিত সময় গড়িয়েছে ১-১ গোলের সমতায়। এরপর অনুষ্ঠিত হয় টাইব্রেকার। সেখানে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত দু’টি শট আটকান।

সানচেজ এর আগে কাতার জাতীয় দলের কোচ ছিলেন। এই ৪৮ বছর বয়সী কোচ ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারের দায়িত্বে ছিলেন। সেখানে বেশ সাফল্য অর্জন করেছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছিল কাতার, যার কৃতিত্ব দেওয়া হয় সানচেজকে। কিন্তু বিশ্বকাপে কোনো ম্যাচ জেতেনি কাতার। এরপর আর তার সাথে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল সংস্থা।

ইকুয়েডরের কোচ থাকাকালীন ১৯ ম্যাচের মধ্যে ১০ টি ম্যাচে জিতেছেন সানচেজ।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

পেনাল্টি মিস নিয়ে যা বললেন মেসি

Published

on

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলের সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ালে প্রথম শট নেন লিওনেল মেসি।  তবে ‘পানেনকা’ শট নিতে গিয়ে বল মারেন ক্রসবারে।

কেন এমন শট, সেটি ম্যাচ শেষে জানিয়েছেন মেসি, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’

মেসি টাইব্রেকারে শট মিস করলেও এমিলিয়ানো মার্তিনেজ দুটি সেভে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।  ম্যাচ শেষে এমির প্রসংসা করতে গিয়ে মেসি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাঁকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version