Connect with us

ক্রিকেট

পাকিস্তানকে সজহ টার্গেট দিলো আফগানিস্তান

Published

on

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩০ রানের সহজ টার্গেট ছুড়ে দিলো আফগানিস্তান।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তানের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলে হারিস রউফ ক্রস ব্যাট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান।

এরপর মোহাম্মদ হাসনাইনের করা পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট হন জাজাই। তারপ আর বেশি দূর আগেতে পারেনি আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ইব্রাহিম জাদরান। ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১২৯ রানের দরজায় ঠেকে মোহাম্মদ নবিদের ব্যাট।

পাকিস্তানের পক্ষে ২ উইকেট নেন হারিস রউফ।

পাকিস্তান একাদশ

Advertisement

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

আফগানিস্তান একাদশ

হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমাদ, মুজিব-উর রহমান এবং ফজল হক ফারুকি।

ক্রিকেট

লর্ডস টেস্ট দিয়ে ইতি টানবেন অ্যান্ডারসন

Published

on

গ্রীষ্মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন জেমস অ্যান্ডারসন। বয়সটা খুব শীঘ্রই ৪২ ছুঁয়ে নেবে। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ থেকে প্রকাশিত খবরে জানা যায়, অ্যান্ডারসনের অবসরে যাওয়ার সময় হয়েছে। যা নিয়ে দলের কোচ ব্রেন্ডন ম্যাককুলামের সাথেও আলোচনা হয় এই ইংলিশ পেসারের। এবার অ্যান্ডারসন নিজেই জানিয়ে দিলেন তার ইতির খবর।

শুরুটা সেই ২১ বছর আগে। যখন ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়  অ্যান্ডারসনের, ক্যারিয়ারের এতটা পথ পাড়ি দিবেন- কে ভেবেছিল! তবে সেই কাজটি খুব সহজেই যেন করে নিলেন তিনি।

সর্বশেষ ভারত সফরে সময়টা খুব বেশি ভালো যায়নি। টেস্ট ইতিহাসে একজন পেসার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি সেই সিরিজেই করে দেখিয়েছেন অ্যান্ডারসন। কতগুলো ম্যাচ খেলেছেন লাল বলের ক্রিকেটে? তা ঘাটলেও দেখা যায় সেখানে ১৮৮ ম্যাচের পরিসংখ্যান। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ২০০ ম্যাচ খেলে এই তালিকায় শীর্ষে। অ্যান্ডারসন ঠিক তার পরেই।

অ্যান্ডারসন একটি বিবৃতি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। সেখানে লিখেছেন, “সবাইকে শুভেচ্ছা, গ্রীষ্মের প্রথম ম্যাচ লর্ডস টেস্ট হতে যাচ্ছে আমার শেষ টেস্ট।”

“যে খেলাটি ছোটবেলা থেকে ভালোবেসে খেলছি, তা খেলার মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করে অবিশ্বাস্য ২০ টি বছর গেল। তবে আমি জানি সরে দাঁড়ানোর সঠিক সময় সম্পর্কে এবং অন্যদেরকে নিজেদের স্বপ্ন সম্পর্কে ভাবিয়ে তুলতে, যেভাবে আমি পেয়েছিলাম। কারণ এর চেয়ে বড় অনুভূতি আর হয় না।”

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ম্যাচ নিষিদ্ধ ও জরিমানার কবলে পান্ট

Published

on

বড় জরিমানায় পড়তে হলো দিল্লি ক্যাপিটালস স্কোয়াডকে। গত ৭ মে আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি জিতেছিল দিল্লি। স্লো-ওভার রেটের এক ঘটনা ঘটে যায় মাঠে, ফলে সেখানে একবার মাশুল দেয় রিশাব পান্টের দল। তবে সীমাবদ্ধ থাকল না সেখানেই। বরং এক ম্যাচ নিষিদ্ধ হতে হলো দিল্লি অধিনায়ককে।

দিল্লির পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচটির গুরুত্ব ছিল বেশ। তবে আইপিএল কোড অব কনডাক্ট ভঙ্গের দায় তো নিতে হবে। সেখানেই পান্টকে ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল প্রশাসন।

রাজস্থানের বিপক্ষে সেদিনের ম্যাচে একাদশ-সহ যে ইম্প্যাক্ট খেলোয়াড়েরা ছিলেন, প্রত্যেককে পড়তে হয়েছে জরিমানার কবলে। তাঁদেরকে দিতে হবে ১২ লাখ রুপি, যা ম্যাচ ফি’র ৫০ শতাংশ।

নিয়ম অনুযায়ী ২০ ওভার শেষ করতে ৮৫ মিনিট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ একেকটি ওভারের জন্য ৪.২৫ মিনিট করে। তবে রাজস্থানের বিপক্ষে ম্যাচে ২০ ওভার শেষ করতে ১১৭.৮২ মিনিট সময় নেয় পান্টের দল। যা আইপিএলের কোড অব কনডাক্টের ব্যত্যয়।

প্লে-অফ অর্জনের জন্য দিল্লি এখন লড়াই করে যাচ্ছে। তবে সূচির প্রতিটি ম্যাচ জিততে হবে তাদের। পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের উপরও তাকিয়ে থাকতে হবে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় -০.৩১৬ নেট রান রেট নিয়ে ১২ পয়েন্ট সহযোগে পঞ্চম স্থানে আছে দিল্লি।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

আয়ারল্যান্ডের কাছে হার, বাবর দায় দিলেন বোলিং-ফিল্ডিংকে

Published

on

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে এমন এক জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আইরিশ বাহিনী। অন্যদিকে পাকিস্তান দলের হারে অধিনায়ক বাবর আজম দায়ী করেছেন বোলিং ও ফিল্ডিংকে।

ডাবলিনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ম্যাচটি জিতে নেয় আয়ারল্যান্ড। ওপেনার অ্যান্ড্রু বালবির্নির ৭৭ রানের ইনিংস দারুণ সাহায্য করেছে স্বাগতিকদের জয়ের ক্ষেত্রে।

ম্যাচ শেষে পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানে বাবর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা প্রথম ৬ ওভারে ভালো শুরু করিনি। পিচে কিছুটা দু’রকম পেস ছিল, কিছু বাউন্স ছিল। আমরা সেখান থেকে ফিরে এসেছি এবং ১৮২ রান সংগ্রহ করি। কিন্তু আমার মনে হচ্ছিল ১৯০ স্কোর ঠিক ছিল।“

এরপর বাবর যোগ করেন, “আমার মনে হয় আমরা বোলিং ও ফিল্ডিংয়ের জন্য হেরেছি। আমরা আমাদের পরিকল্পনা মানতে পারিনি। ফিল্ডিংয়ে কিছু গাফিলতি হয়েছে, যার মূল্য দিতে হয়েছে।“

শুরুতে দুই উইকেট হারানোর পরও পাকিস্তান বেশ ভালো সংগ্রহ তোলে। তবে আইরিশ ব্যাটার বালবির্নি ও হ্যারি টেক্টরের জুটি আয়ারল্যান্ডের দিকে ম্যাচ ঘুরিয়ে দেয়। শাহীন আফ্রিদির কল্যাণে বালবির্নি ফিরলেও, আরেক ব্যাটার জর্জ ডকরেল নিশ্চিতভাবেই ম্যাচটি শেষ করেন।

Advertisement

সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version