জাতীয়

একটু ধৈর্য ধরলে বিএনপি-জামায়াত সুযোগ নিতে পারত না : পররাষ্ট্রমন্ত্রী

একটু ধৈর্য ধরলে বিএনপি-জামায়াত সুযোগ নিতে পারত না : পররাষ্ট্রমন্ত্রী
যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে ছাত্র আন্দোলনে বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি সুযোগ নিতে পারত না। ছাত্রনেতাদেরও এ বিষয়টি অনুধাবন করতে হবে। ছাত্রনেতাদেরও বিষয়ে খোঁজ নেয়া দরকার বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন প্রকৃত কোনো ছাত্র এই ধরনের হামলা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের নেতাকর্মী ও জামায়াত-শিবির রাষ্ট্রের ওপর এই হামলা চালিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন,  যারা পিটিয়ে মানুষ হত্যা করেছে, মেট্রোরেল, বিটিভিতে আগুন দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হবে। সরকার এটি করতে বদ্ধপরিকর। ২০১৩-১৪ সালে বিচার হয়েছিল, অনেকেই ফাঁকফোকর গলে বের হয়ে গেছে। এবার যাতে কেউ আইনের ফাঁকফোকর গলে বের হতে না পারে সেই ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতদেরকে যখন এ ধ্বংসযজ্ঞ দেখানো হয়। তখন ইটালিয়ান রাষ্ট্রদূত বলেছেন, ‘এটা লজ্জাজনক’। বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূতদের সামাজিকমাধ্যমের আইডি হ্যাক করে উলটাপালটা পোস্ট দেয়া হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা এমএ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান,  জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন একটু | ধৈর্য | ধরলে | বিএনপিজামায়াত | সুযোগ | নিতে | পারত | | পররাষ্ট্রমন্ত্রী