Connect with us

ঢালিউড

করোনায় আক্রান্ত আমির খান, রয়েছেন কোয়েরেন্টাইন

Published

on

মার্চের শুরু থেকেই চেনা ছন্দে ফিরেছে করোনা। ভারতের প্রতিটি রাজ্যে হু-হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মৃতদের তালিকাও দীর্ঘ হচ্ছে। এবার এই মহামারী থাবা বসাল বলিউড সুপারস্টার আমির খানের উপর। এই খবর নিশ্চিত করেছেন বলি-তারকার মুখপাত্র।

৫৬ বছর বয়সী এই অভিনেতার মুথপাত্র জানিয়েছেন, এই খবর সত্য। করোনায় আক্রান্ত হয়েছেন আমির খান। তার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তিনি সেল্ফ কোয়ারান্টাইনে রয়েছেন। সমস্ত নিয়ম-বিধিও মেনে চলছেন। পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া, কয়েক দিনের মধ্যে যারা আমির খানের সংস্পর্শে এসেছিলেন তাদেরও করোনা পরীক্ষা করার আবেদন জানানো হচ্ছে। তবে আপাতত সুস্থ রয়েছেন আমির খান। সেভাবে কোনও গুরুতর সমস্যা দেখা যায়নি।

প্রসঙ্গত, ১৪ মার্চ ৫৬ বছরে পা দিলেন আমির খান। সেদিন ফ্যানেদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা করেন আমির। জানিয়ে দেন, এবার থেকে ভবিষ্যত প্রজেক্টের সমস্ত আপটেড তার প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে।

এর মাঝেই আবার কোই জানে না সিনেমার হর ফন মৌলা গানে আমিরকে দেখা যায়। আইটেম ড্যান্সে নতুনরূপে হাজির হন এই বলি-তারকা। তনিষ্ক বাগচির কম্পোজিশন ও অমিতাভ ভট্টাচার্যর লেখায় গানটি গেয়েছেন বিশাল দাদলানি। আর সেই গানে আমির খানের নাচ তাক লাগিয়েছে। সঙ্গে রয়েছেন এলি আভরাম । তবে এর মাঝে করোনা নতুন করে চিন্তা বাড়াল।

সূত্র: নিউজ১৮

Advertisement

এএ

টলিউড

নিজেকে চঞ্চল চৌধুরীর সবচেয়ে বড় অনুরাগী দাবি স্বস্তিকার

Published

on

বহুমাত্রিক অভিনয় গুণে গেল ক’বছর ধরে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন চঞ্চল চৌধুরী। শনিবার (১ জুন) দর্শক নন্দিত এই অভিনেতার জন্মদিনে সরাসরি ও সোশ্যাল হ্যান্ডেলে অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি। তবে সব শুভেচ্ছাবার্তা ছাপিয়ে গেছে দিনশেষে, টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী স্বস্তিকার দৌলতে।

এদিন এই টলিউড অভিনেত্রী স্পষ্ট ভাষায় চঞ্চল চৌধুরীকে অভিনয়ের ‘মহারাজ’ ও ‘ইন্সটিটিউশন’ বলে আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, তিনি তার কতো বড় ভক্ত! চঞ্চলকে প্রকাশ্য শুভেচ্ছাবার্তায় ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন- সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্মজীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি তার একটা কাজও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায়! তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না।’

চঞ্চলকে নিয়ে স্বস্তিকা আরও লিখেছেন, ‘এমনভাবে চরিত্র হয়ে ওঠো যে চিনতে পারা ভার। আরও ভালো কাজের অপেক্ষায় ছিলাম, আছি, থাকব। জেনো আমিই তোমার সবচেয়ে বড় অনুরাগী।’

স্বস্তিকার এমন আবেগপূর্ণ স্ট্যাটাসের নিচে সাড়া দিতে ভোলেননি চঞ্চল চৌধুরী। মন্তব্যে তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তুমি যেভাবে লিখলে, আমি নিজেকে ওভাবে দেখিনি। প্রশংসাটা একটু বেশিই করলে। তবে ভালোই লাগছে। আরেকটা কথা বলে রাখি, আমিও তোমার অভিনয়ের ভক্ত।’

সামনেই চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা মুখার্জি একই ছবিতে কাজ করার কথা রয়েছে। রেদওয়ান রনি পরিচালিত সম্ভাব্য ছবিটির নাম ‘দম’। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তবে চঞ্চলকে ঘিরে স্বস্তিকার এই শুভেচ্ছাবার্তার পর ‘দম’ নিয়ে ভক্তদের অস্বস্তি অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে! অপেক্ষা শুধু ঘোষণার।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

শাকিব খানের সঙ্গে অভিনয়, যা বললেন অভিনেত্রী তুষি

Published

on

অভিনেত্রী নাজিয়া তুষি। সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমা ‘হাওয়া’, ‘আইসক্রিম’, ‘নেটওয়ার্কের বাইরে’র পর দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে রয়েছেন ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি।  তবে সম্প্রতি গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে তার নাম। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার  শাকিব খানের পরবর্তী নায়িকা হিসেবে তার নাম গণমাধ্যমের খবরে শিরোনাম হচ্ছে। অথচ এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই নায়িকা।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের  বিপরীতে অভিনয় করেছিলেন যথাক্রমে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল ও  মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। গুঞ্জন ওঠে বিগ বাজেটের নতুন ছবিতে যিনি নায়িকা হতে চলেছেন তিনি এর আগে কখনও শাকিব খানের সঙ্গে অভিনয় করেননি।  যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার প্রযোজক আরশাদ আদনানও বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

সম্প্রতি গণমাধ্যমে খবর চাউর হয়, শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হতে চলেছেন নাজিফা তুষি। আর ছবিটি নির্মাণ করবেন ভার্সেটাইল মিডিয়ার কর্নধার ও প্রযোজক আরশাদ আদনান।

তবে গণমাধ্যমের এই খবরকে অসত্য বলে দাবি করেছেন নায়িকা তুষি। শনিবার (১ জুন) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হওয়ার বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

নাজিফা তুষি বলেন, ‘শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হচ্ছি, বিষয়টি পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন। আমার সঙ্গে এ বিষয়ে কারো কোনো কথা হয়নি। তবুও যারা এমনটা দাবি করেছেন, তাদের উচিত ছিল নিউজ করার আগে আমার সঙ্গে কথা বলে নেওয়া।’’

Advertisement

এক প্রশ্নের জবাবে নাজিফা তুষি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। এমনকি তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি।’

সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন নাজিফা তুষি। তবে নায়িকার ভাষ্য, শাকিব ভাই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাও তার জানা ছিল না।

বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘রিমার্ক হারলানের কিছু কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেই কথা বলেছি। শাকিব ভাই যে এই প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, এমনটা জানা ছিল না। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার পরেই জানতে পেরেছি।’

এমআর//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

নুসরাত ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল: ময়ূরী

Published

on

বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকেই সবার থেকে আলাদা রূপে পর্দায় নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। একাধিক সিনেমায় ফারিয়াকে আইটেম গানে নাচতে দেখা গেছে। এছাড়া সাহসী এই অভিনেত্রী খোলামেলা ফটোশুটে বরাবরই ভক্তদের হৃদয়ে তুলেছেন ঝড় ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি লুকের একটি ব্যক্তিগত ছবি প্রকাশ করেছেন নুসরাত। ছবিতে শুধু অর্ন্তবাস পরিহিত অবস্থায় দেখা গেছে তাঁকে। ধারণা করা হচ্ছে ছবিটি কোন সমুদ্র সৈকতের ধারে তোলা হয়েছে। তবে স্থানের বিষয়টি গোপন রেখেছেন অভিনেত্রী।

ফারিয়ার সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশের পর সেই ছবিটি চিত্রনায়িকা পলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছে-‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে’।

চিত্রনায়িকা পলির সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফারিয়ার সেই ছবিতে মন্তব্য করেছে ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী ময়ূরী। নুসরাত ফারিয়ার খোলামেলা ছবির কঠোর সমালোচনা করে ময়ূরী বলেন,  ‘নুসরাত ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল’। ময়ূরীর সেই মন্তব্যের পালটা জবাবে পলি বলেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেন পোস্ট করলাম’।

চিত্রনায়িকা ময়ূরী ও পলিকে ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা হিসেবে গণ্য করা হয় । দর্শকমহলে তাদের দুজনকে নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে পর্দায় অশ্লীল চিত্র নিয়ে কাজ করার কারণে। যদিও এই দুই অভিনেত্রীর ‘অশ্লীল’ যুগের নায়িকার তকমা নিয়ে নিজেদের আপত্তি রয়েছে।

Advertisement

নুসরাত ফারিয়া ভক্তরা মনে করছেন নিজেদের ‘অশ্লীল’ যুগের নায়িকার তকমায় আপত্তি থেকেই এবার নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে খোঁচা দিতে দেখা গেল তাদের।

নুসরাত ফারিয়া  সমালোচকদের সমালোচনা বা আপত্তির কথায় খুব বেশী একটা কান দেননা । ভ্যাকেশন মুডে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগেই তিনি ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা দূত হয়েছেন । এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন তিনি।

জে/

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version