Connect with us

ফুটবল

টানা ১৩ মৌসুম ৩০+ গোল করার রেকর্ড মেসির

Published

on

আর দুই মাস পরই ৩৪ বছরে পা রাখবেন লিওনেল মেসি। কিন্ত এই বয়সেও থামার কোন সম্ভাবনা তো দেখাই যাচ্ছে না বরং একের পর এক রেকর্ড গড়েই চলছেন। এবার টানা ১৩ মৌসুম ধরে ৩০ বা তার বেশি গোলের রেকর্ড গড়লেন এই ক্ষুদে জাদুকর।

গতরাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ কোপা দেল রের ফাইনালেও আলো ছড়িয়েছেন মেসি। জোড়া গোলে জয়ের সাথে দলকে এনে দিয়েছেন মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদও।

কোপার ফাইনালে নিজের প্রথম গোলের সাথে সাথেই চলতি মৌসুমে ৩০ গোল পূরণ হয় মেসির। এর আগের ১২ মৌসুমেও ৩০ গোল বা তার বেশি করেছিলেন ক্ষুদে জাদুকর।
 
এরপর জর্দি আলবার অ্যাসিস্টে আরও একটি গোল করে দলের হয়ে শিরোপা জয় নিশ্চিত করেন মেসি। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ৩১ এ। এবারসহ টানা ১৩ মৌসুম ৩০ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন মেসি। এর আগে ২০০৮-২০০৯ মৌসুমে প্রথমবারের মতো ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন এলএমটেন। সেবার ৫১ ম্যাচে ৩৮ গোল করে থেমেছিলেন ছয়বার ব্যালডিঅর জয়ী তারকা।

এরপর থেকে ব্লগ্রানারদের হয়ে সব মৌসুমেই ৩০ এর বেশি গোল করেছেন মেসি। সর্বশেষ মৌসুমে ৪৪ ম্যাচে ৩১ গোল করেছিলেন যা এই সময়ের মধ্যে কোন এক মৌসুমের সর্বনিম্ন গোল। আরও বিস্ময়কর তথ্য হলো মেসি টানা ১০ মৌসুম ৪০ বা তার বেশি গোল করেছিলেন। এছাড়া নিজের সেরা সময়ে টানা ৩ মৌসুম ৫০ বা তার বেশি গোল করার কৃতিত্বও দেখিয়েছেন এই ক্ষুদে জাদুকর।

মেসির এই সাফল্য শুধু ফুটবলার হিসেবেই তার যোগ্যতার প্রমান রাখে না, এই কীর্তির মাধ্যমে তার ফিটনেস লেভেল সম্পর্কেও জানান দেয়। শুধু গোল করলেই হবে না মেসিকে যে ম্যাচের পর ম্যাচ খেলেও যেতে হবে। এই মৌসুমসহ টানা ১৪ মৌসুম ৪০ ম্যাচের বেশি খেলেছেন এই ক্ষুদে জাদুকর!

Advertisement

এএ

ফুটবল

দেখে নিন কোপার শীর্ষ চার দলের ম্যাচ সূচি

Published

on

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ চার নিশ্চিত হয়ে গেছে। এরমধ্যে নিশ্চিত হয়েছে কোপা আমেরিকার শেষ চার। ব্রাজিল ও উরুগুয়ে এবং কলম্বিয়া ও পানামা ম্যাচের মধ্য দিয়ে মিলে গেছে সকল হিসাব। সেলেসাওদের টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে কোপার ইতিহাসে যৌথভাবে সবচেয়ে সাফল্যধারী দল উরুগুয়ে।

উরুগুয়ে তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়াকে। পানামাকে ৫-০ গোলে একেবারে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ফলে খুব সহজভাবেই সেমিফাইনালে যায় দলটি।

আর সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় লিওনেল মেসির দল। তাদের সামনে সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে কানাডাকে। ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে এসেছে কানাডা।

প্রথম সেমিফাইনালে আগামী ১০ জুলাই, বুধবার, সকাল ৬ ঘটিকায় কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই, বৃহস্পতিবার, সকাল ৬ ঘটিকায় মুখোমুখি হবে কলম্বিয়া ও উরুগুয়ে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

দেখে নিন ইউরোর সেরা ৪ দলের ম্যাচ সূচি

Published

on

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৪ সেমিফাইনালিস্ট দল নিশ্চিত হয়ে গেছে। শুরু হয়েছিল ২৪ টি দল নিয়ে। একে একে বিদায় নিয়েছে ২০ টি দল। সবশেষ ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড এবং তুরস্ক বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এই দুই ম্যাচের জয়ী দুই দল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এর আগে স্পেন-জার্মানি ম্যাচ থেকে স্পেন এবং ফ্রান্স-পর্তুগাল ম্যাচ থেকে ফ্রান্স সেমি নিশ্চিত করে।

সেরা চার দল থেকে এবার সেরা দুইয়ে ওঠার লড়াই অর্থাৎ ফাইনাল। আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল ম্যাচ। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে।

আগামী ১০ জুলাই, জার্মানির মিউনিখে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। এরপর ১১ জুলাই, ডর্টমুন্ডে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

ব্যর্থতার দায়ভার নিলেন ব্রাজিল কোচ

Published

on

ব্রাজিলের বিদায় বেলায় সকল দায় নিলেন কোচ দরিভাল জুনিয়র। কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে গেছে ব্রাজিল। যেখানে ৪-২ গোলের ব্যবধান ছিল। ম্যাচের পুরো নব্বই মিনিট ছিল গোলশূন্য ড্র।

উরুগুয়ের দুর্দান্ত ফুটবল প্রদর্শনী দেখেছে দর্শকেরা। আর এদিকে ব্রাজিলের খেলায় নিভু নিভু ধারা টের পাওয়া গেছে। যদিও চেষ্টা করেছে সেলেসাওরা পুরো সময় জুড়ে, তবে লাভের লাভ কিছু হয়নি।

এই ম্যাচ শেষে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘এই ধরনের কাজে অনেক বেশি ধৈর্য দরকার হয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি স্বীকার করছি এটা আশানুরূপ ফলাফল নয়। আমি এর পুরো দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। কিন্তু আমি এটাও মানি যে, এই দলের উন্নতির অনেক জায়গা রয়েছে।’

ব্রাজিল কোপা আমেরিকার ২০১৯ আসরের চ্যাম্পিয়ন এবং ২০২১ আসরের ফাইনালিস্ট দল ছিল।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version