Connect with us

ফুটবল

মেসির সাথে খেলার ইঙ্গিত দিলেন হালান্ড

Published

on

ইউরোপীয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে আলোচিত নাম আরলিং হালান্ড। হালান্ডের বয়স মাত্র ২০ বছর। আগামী জুনে একুশে পা রাখবেন তিনি। বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ডকে সকলেই পেতে চায়। কিন্তু স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইংলিশ ক্লাব ম্যানসিটি আর চেলসি সবার চেয়ে এগিয়ে। তবে হালান্ড কোন ক্লাবের হয়ে খেলতে চান সেই ব্যাপারে এখনও মুখ খোলেননি। 

কিন্তু সোমবার মেসির পাশে খেলার ইচ্ছা প্রকাশ করে ইঙ্গিত দিয়ে রাখলেন এই তরুণ তারকা।

২০১৬ সালের ৭ মার্চ থেকে ছবি শেয়ারের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সরব আরলিং হালান্ড। ভক্তদের জন্য নিয়মিত ছবিও শেয়ার করেন। ইনস্টগ্রামে ২৭৭ জনকে অনুসরণ (ফলো) করলেও এতদিন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসিকে অনুসরণ (ফলো) করতেন না। সোমবার নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্ট থেকে মেসিকে অনুসরণ করা শুরু করেছেন হালান্ড। ইউরোপীয় ফুটবলের খোঁজ-খবর যারা রাখেন তাদের নিশ্চয়ই অজানা নয়, দলবদলের গুঞ্জনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ইঙ্গিত বিশেষ অর্থ বহন করে।

চলতি মৌসুমে সুয়ারেজকে ছেড়ে দেয়ায় তার জায়গায় হালান্ডকে সবচেয়ে যোগ্য মনে করছে বার্সা ম্যানেজমেন্ট। গতকাল রাতে কোপা দেল রে শিরোপা জয় ও ইনস্টগ্রামের অনুসরণ যদি মেসির সাথে খেলার আগ্রহ হয়, তবে এই দুই সমীকরণ কাজে লাগিয়ে হালান্ডকে দলে ভেড়ানো মুখ্য সুযোগ বার্সেলোনার।

তবে তার আগে চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া লিওনেল মেসিকে যে নতুন চুক্তিতে স্বাক্ষর করানোর চ্যালেঞ্জ উতরাতে হবে বার্সার নতুন প্রেসিডেন্ট লাপোর্তাকে।

Advertisement

এএ

ফুটবল

কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পেলো আর্জেন্টিনা

Published

on

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের জন্য নিশ্চিত হলো আর্জেন্টিনার প্রতিপক্ষ। লিওনেল মেসি ও তার সতীর্থরা আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ইকুয়েডরের বিপক্ষে লড়বে। ম্যাচটিতে জয় লাভ করলে নিশ্চিত হবে সেমি যাত্রা।

বি গ্রুপে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করে ইকুয়েডর। এতে গ্রুপ রানার্সআপ হয় দলটি। মেক্সিকোর সাথে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে যায় ইকুয়েডর।

এদিকে একই গ্রুপের অন্য দল ভেনেজুয়েলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে। এই দলটি কোয়ার্টারে লড়বে কানাডার বিপক্ষে। সেক্ষেত্রে ম্যাচটির জয়ী দল আর্জেন্টিনা অথবা ইকুয়েডরের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে।

এদিকে ব্রাজিল সমর্থকদের অপেক্ষা এখনো শেষ হয়নি। তারা আছে কোয়ার্টার ফাইনালে ওঠার অপেক্ষায়। প্রথম দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট ঝুলিতে নিয়েছে দলটি। বুধবার কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

৩১ আর ২০ বছরের ইতিহাস ভাঙলো ইতালি-সুইজারল্যান্ড 

Published

on

১৯৯৩ সালের পর ইতালির বিপক্ষে জিততে পারেনি সুইজারল্যান্ড। আর ২০০৪ ইউরোর পর কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ইতালি।

তবে শনিবার রাতে সেই ৩১ আর ২০ বছরের ইতিহাস শুরু হলো নতুন করে।  জার্মানির বার্লিনে শেষ ষোলোর ম্যাচে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

২৪ মিনিটেই প্রায় গোল পেয়ে যাচ্ছিল  সুইসরা।  তবে ব্রিল এমবোলোর ওয়ান-অন-ওয়ানে শট ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।

৩৭ মিনিটে আর জাল সুরক্ষিত রাখতে পারেননি ইতালি অধিনায়ক।  নটিংহাম মিডফিল্ডার রেমো ফ্রেলারের নেয়া জোরালো শট দোন্নারুম্মার পায়ে লাগলেও চলে যায় জালে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই দ্বিতীয় গোল পায় সুইজারল্যান্ড।  বক্সের বাইরে থেকে রুবেন ভারগাসের নেওয়া কোনাকুনি শট আটকাতে পারেননি ইতালির গোলরক্ষক।

Advertisement

দুই গোল হজমের পর ইতালি আক্রমণের গতি বাড়ালেও লাভ হয়নি।  হার নিয়েই মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের।

দিনের অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলের জয়ে পেয়েছে জার্মানি।

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে প্রথমার্ধ গোলশূন্য থাকে দুই দল।  দ্বিতীয়ার্ধে জোয়াকিম অ্যান্ডারসেনের হ্যান্ডবল থেকে পেনাল্টি উপহার পায় জার্মানি।  ৫৩ মিনিটে স্পট কিকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন কাই হাভার্টজ।

৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস থেকে বল জালে পাঠান জামাল মুসিয়ালা।  চলতি ইউরোয় জার্মান তারকার এটি তৃতীয় গোল।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মার্তিনেজের জোড়া গোলে জয় পেলো আর্জেন্টিনা

Published

on

কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে লিওনেল মেসির এবং ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির না থাকার কথা আগেই জানা গিয়েছিল।

কোপা আমেরিকায় আজ মেসি চোটের কারণে এবং স্কালোনি ছিলেন না নিষেধাজ্ঞায় পড়ে। কিন্তু নিয়মিত অধিনায়ক ও কোচকে ছাড়া সহজ জয়ই পেয়েছে আর্জেন্টিনা। মেসির অনুপস্থিতিতে এ ম্যাচে আবারও জ্বলে উঠেছেন দারুণ ছন্দে থাকা লাওতারো মার্তিনেজ। তার জোড়া গোলে গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

বিরতির পর মাঠে নেমে শুরুতেই অবশ্য আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। দলীয় সমন্বয়ের এক আক্রমণ থেকে দি মারিয়ার পাসে গোলটি করেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটাও প্রায় পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কর্নার থেকে বল পেয়ে নিকোলাস তালিয়াফিকোর করা গোলটি বাতিল হয় ফাউলের কারণে।

ম্যাচের ৬৯ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় পেরু। কিন্তু পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করতে ব্যর্থ হন পারেদেস। ৮৬ মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিকই দ্বিতীয় গোলটি পেয়ে যায়। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ৬ ম্যাচে ৭ গোল করলেন মার্তিনেজ।

এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে কানাডা। গোলশূন্য ড্র হয়েছে।

Advertisement

৫ জুলাই কোয়ার্টার ফাইনালে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। এই গ্রুপ থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছে চিলি। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে বাদ পড়লো ২০১৫ এবং ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। আর উত্তর আমেরিকা থেকে আসা কানাডা ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version