Connect with us

ঢালিউড

একই জুটিতে ফেরদৌস ও নুসরাত ফারিয়া

Published

on

মহামারী করোনাভাইরাসের সচেতনতা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে একই জুটিতে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞাপনটিতে নির্দেশনা দিয়েছেন মিয়াজী পাপন। সম্প্রতি বনানী, উত্তরা ও আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। মিউজিক করেছেন ইবরার টিপু।

এ প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, করোনোর কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনাকে রুখতে পারে স্বাস্থ্য সচেতনতা। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সে বার্তাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, এ বিজ্ঞাপনটি মানুষকে একটু হলেও সচেতন করবে।

নুসরাত ফারিয়া জানান, ফেরদৌস ভাইয়ের সঙ্গে একসাথে বহুবার পারফর্ম করলেও বিজ্ঞাপনে এই প্রথম। এতে দর্শক আমাদের নতুনরূপে খুঁজে পাবেন। মানুষজন যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- এ বিষয়টি বিজ্ঞাপনে উঠে এসেছে।

বিজ্ঞাপনটির নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যেই কয়েকটি বেসরকারি চ্যানেলে প্রচার হয়েছে। 

নতুন এ বিজ্ঞাপনটি ছাড়াও ফেরদৌস ও নুসরাত ফারিয়া সম্প্রতি রান্নাবিষয়ক অনুষ্ঠান 'সেরা রাঁধুনী'র ঈদের বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন। যেখানে তাদের কাজ হলো দেখা ও মন্তব্য করা। এটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। যা প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

Advertisement

শুভ মাহফুজ

ঢালিউড

নায়ক হয়ে আসছেন মান্নাপুত্র সিয়াম

Published

on

ঢাকাই সিনেমার প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। চলতি বছরেই রুপালি পর্দায় নায়ক হয়ে হাজির হবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিয়াম নিজেই।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন। অভিনয়ের থেকে সিনেমা নির্মাণের দিকে বেশি আগ্রহ থাকলেও তাঁর বাবার ভক্তদের কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে যাচ্ছেন সিয়াম।

এ বিষয়ে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। তবে এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

সিয়াম আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি।’

সিয়ামের এ ইচ্ছায় অবশেষে চলচ্চিত্রপ্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

জুয়া ব্যবসায় জড়ালেন পরীমণি!

Published

on

সম্প্রতি অনলাইন জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহির। সেই রেশ কাটতে না কাটতে জুয়ার বিজ্ঞাপনে দেখা গেলো ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে।

গেল মার্চে অনলাইন জুয়া কোম্পানিটির শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা করা হয়।  রোববার (২ জুন) নিজের ফেসবুক পেজে অভিনেত্রী ঐ কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন। সেখানে ঐ জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে পরীমণি সবাইকে আমন্ত্রণ জানান।

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়ার বিষয়ে পরীমণি বিরক্তি প্রকাশ করে পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’ এরপরই ফোন কেটে দেন তিনি।

পরীমণি অস্বীকার করলেও ওই কোম্পানির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, সেখানে চলছে বিভিন্ন লোভনীয় জুয়ার অফার।

রোববার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর এ উপলক্ষে অনলাইনে শুরু হয়ে গেছে জুয়ার রমরমা ব্যবসা। বিভিন্ন জুয়া কোম্পানি গ্রাহকদের আকর্ষণ করতে লোভনীয় সব অফার দিচ্ছে। শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করছে ঢালিউড তারকাদের। তাঁদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কোম্পানিগুলো।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

টলিউড

নিজেকে চঞ্চল চৌধুরীর সবচেয়ে বড় অনুরাগী দাবি স্বস্তিকার

Published

on

বহুমাত্রিক অভিনয় গুণে গেল ক’বছর ধরে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন চঞ্চল চৌধুরী। শনিবার (১ জুন) দর্শক নন্দিত এই অভিনেতার জন্মদিনে সরাসরি ও সোশ্যাল হ্যান্ডেলে অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি। তবে সব শুভেচ্ছাবার্তা ছাপিয়ে গেছে দিনশেষে, টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী স্বস্তিকার দৌলতে।

এদিন এই টলিউড অভিনেত্রী স্পষ্ট ভাষায় চঞ্চল চৌধুরীকে অভিনয়ের ‘মহারাজ’ ও ‘ইন্সটিটিউশন’ বলে আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, তিনি তার কতো বড় ভক্ত! চঞ্চলকে প্রকাশ্য শুভেচ্ছাবার্তায় ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন- সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্মজীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি তার একটা কাজও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা সেটা কি আর ছাড়া যায়! তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না।’

চঞ্চলকে নিয়ে স্বস্তিকা আরও লিখেছেন, ‘এমনভাবে চরিত্র হয়ে ওঠো যে চিনতে পারা ভার। আরও ভালো কাজের অপেক্ষায় ছিলাম, আছি, থাকব। জেনো আমিই তোমার সবচেয়ে বড় অনুরাগী।’

স্বস্তিকার এমন আবেগপূর্ণ স্ট্যাটাসের নিচে সাড়া দিতে ভোলেননি চঞ্চল চৌধুরী। মন্তব্যে তিনি লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তুমি যেভাবে লিখলে, আমি নিজেকে ওভাবে দেখিনি। প্রশংসাটা একটু বেশিই করলে। তবে ভালোই লাগছে। আরেকটা কথা বলে রাখি, আমিও তোমার অভিনয়ের ভক্ত।’

সামনেই চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা মুখার্জি একই ছবিতে কাজ করার কথা রয়েছে। রেদওয়ান রনি পরিচালিত সম্ভাব্য ছবিটির নাম ‘দম’। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তবে চঞ্চলকে ঘিরে স্বস্তিকার এই শুভেচ্ছাবার্তার পর ‘দম’ নিয়ে ভক্তদের অস্বস্তি অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে! অপেক্ষা শুধু ঘোষণার।

Advertisement

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version