Connect with us

ক্রিকেট

অস্ট্রেলিয়া বিশ্বকাপে নতুন কিছু হতে পারে: সাকিব

Published

on

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে আগামীকাল। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়া বিশ্বকাপে নতুন কিছু হতে পারে বলে আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আজ রোববার (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন টাইগার অধিনায়ক।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন,‘প্রতিপক্ষ ছোট কিংবা বড় এরকম কিছু ভাবছি না। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচেই একইরকম প্রস্তুতি আমাদের। সব প্রতিপক্ষের বিপক্ষেই চেষ্টাটা সমান থাকবে।’

টাইগার অধিনায়ক আরো বলেন, ‘দেখুন এখানে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আছে। এই পাঁচটি ম্যাচের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। এখানে আমাদের যার সাথেই খেলা তার সাথেই আমাদের প্রস্তুতিটা একইরকম থাকবে, সেটাই থাকা উচিত। সেটা নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, সেটা ভারত, সেটা পাকিস্তান, অথবা জিম্বাবুয়ের সাথে হোক, প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না। চিন্তাতেও কোনো পরিবর্তন আসবে না।’

সাম্প্রতিক সময়ে টাইগারদের ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন দেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টও। এই পরিস্থিতে লিটন দাসকে ওপেন না করিয়ে কেন তিন নম্বরে খেলানো হচ্ছে এমন প্রশ্ন করলে ক্ষেপে যান সাকিব। পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই জিতবো, কিংবা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতবো?

Advertisement

তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নতুন কিছু হতে পারে বলে আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক। জানিয়েছেন, এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা আগে কোনো বিশ্বকাপে করিনি।

সাকিব বলেন,‘এখানে আমরা একটি বিশ্বকাপ খেলতে এসেছি বাংলাদেশের জন্য, খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য। এমন একটা ফরম্যাট, যেখানে আমরা কখনোই এর আগে ভালো করিনি। কিন্তু আমি বিশ্বাস করি এই বিশ্বকাপের আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা আগে কোনো বিশ্বকাপে করিনি।’

ক্রিকেট

টাইগারদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে

Published

on

জিম্বাবুয়ের সামনে টার্গেট ছিল ১৫৮ রানের। হোয়াইটওয়াশের সম্ভাবনাটা উজ্জ্বল মনে করেছিলেন অনেকে। কিন্তু বাংলাদেশ পারল না। তাদের দেয়া লক্ষ্য হেসেখেলে উতরে গিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সিকান্দার রাজা বাহিনী।

রোববার (১২ মে) পঞ্চম ও সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। জয়ের পথে রাজা ৭২ ও ব্রায়ান বেনেত ৭০ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ব্রায়ান বেনেত। পাওয়ারপ্লেতেই একা স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন তিনি। এরইমধ্যে অবশ্য সাকিব আল হাসানের কিপটে ওভারে বিদায় নেন আরেক ওপেনার মারুমানি, ৭ বলে ১ রান করেন তিনি। সাকিব ওই স্পেলে ২ ওভারে দেন ২ রান। এরপর বেনেতের জুটি হয় সিকান্দার রাজার সঙ্গে।

৩৬ বলে ফিফটি পূর্ণ করেন বেনেত। ধীরগতিতে খেললেও অন্যপ্রান্তে তাকে ভালো সঙ্গ দেন রাজা। দলীয় ১১৩ রানে বেনেত আউট হন ৪৯ বলে ৭০ রান করে। তার ইনিংসে ছিল ৫টি করে চার ও ছয়ের মার। ৭৫ রানের জুটিতে জয়ের কাছেই চলে যায় জিম্বাবুয়ে। বাকি কাজটা দৃঢ় হাতে শেষ করেন রাজা ও জনাথন ক্যাম্পবেল। ৪৬ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছয় হাঁকিয়ে অপরাজিত থাকেন রাজা। ক্যাম্পবেল অপরাজিত থাকেন ৮ রান করে। ৪ ওভারে ৫৫ রান খরচ করে ১ উইকেট নেন সাইফউদ্দিন।

এর আগে ৬ উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ। তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে চতুর্থ টি-টোয়েন্টিতে ১০১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। পঞ্চম টি-টোয়েন্টিতে দুজনের কেউই দাঁড়াতে পারেননি। তামিমের পর ফিরে যান সৌম্যও। ব্লেজিং মুজারাবানি বল হাতে নিয়ে ফিরিয়েছিলেন তামিমকে। নিজের দ্বিতীয় ওভারে শর্ট লেন্থের বলে তামিমকে ওয়েলিংটন মাসাকাদজার ক্যাচ বানান তিনি। ৫ বলে মাত্র ২ রান করেন বাংলাদেশি ওপেনার। আগের ম্যাচে ১৪৩ রানের মধ্যে তামিম একাই করেছিলেন ৫২ রান।

Advertisement

তামিম যে ওভারে আউট হন, তার পরের ওভারেই বিদায় নেন সৌম্য। ব্রায়ান বেনেতের ওভারে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে শন উইলিয়ামসকে ক্যাচ দেন তিনি। ৭ বলে সৌম্য করেন ৭ রান। তাওহীদ হৃদয়ও বিপদে দলের হাল ধরতে পারেননি। বেনেতের ওভারে ক্লাইভ মাদানদেকে ক্যাচ দেন তিনি। ৩ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ৬৯ রানের জুটি। বারবার ব্যর্থ হতে থাকা শান্ত এ ম্যাচে ২৮ বলে ৩৬ রান করে আউট হন। মাসাকাদজার ওভারে রায়ান বার্লকে ক্যাচ দেন তিনি।

৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি পূর্ণ করেন রিয়াদ। অন্যপ্রান্তে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসানও। তবে সেটা আর পারেননি তিনি। লুক জংউইর ওভারে দারুণ এক ক্যাচে তাকে ফেরান জনাথন ক্যাম্পবেল। ১৭ বল ২১ রান করেন বাংলাদেশ অলরাউন্ডার। ৩৫ বলে ফিফটি পূর্ণ করলেও ৪৪ বলে ৫৪ রান করে থামেন রিয়াদ। ইনিংসে ৬টি চার ও ১টি ছয় হাঁকান তিনি। সাকিব আউট হওয়ার পর ক্রিজে আসা অনিক খেলেন ১১ বলে ২৪ রানের ক্যামিও। তাতেই মূলত দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় টাইগাররা। সাইফউদ্দিন ৪ বলে করেন ৬ রান। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন মুজারাবানি ও বেনেতে। ১টি করে উইকেট নেন মাসাকাদজা ও জংউই।

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

Published

on

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

রোববার (১২ মে) সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে টস হেরে ব্যাটিং করবে টাইগাররা।

টানা চারটি জিতে বাংলাদেশ এগিয়ে ৪-০ ব্যবধানে। এবার আজ জিতলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ হবে বাংলাদেশের। তবে জয়-পরাজয় ছাপিয়ে বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি। যেমনটা সিরিজ শুরুর আগে থেকেই জানিয়ে আসছেন ক্রিকেটাররা।

যদিও সেই হিসেবে মাঠে প্রতিফলন হয়নি। বিশ্বকাপের আগে এখনও বাংলাদেশের মাথাব্যথার কারণ ব্যাটিং। শুরুর তিন ম্যাচে ডুবিয়েছেন টপ অর্ডাররা। আরও স্পষ্ট করলে ওপেনিং জুটি। চতুর্থ ম্যাচে ওপেনিং জুটি আশার আলো দেখালেও সেই ঘুরেফিরে ব্যর্থ বাকিরা।

আজ শেষ টি-টোয়েন্টি আরেকটি সুযোগ নিজেদের ঝালিয়ে নেয়ার। অন্তত ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের চাঙা করে নেওয়ার। তবেই, টলমলে আত্মবিশ্বাস নিয়ে ওঠা যাবে বিশ্বকাপের বিমানে। কারণ, জিম্বাবুয়ে সিরিজ শেষেই যে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

Advertisement

আগের ম্যাচে বিশ্রামে থাকা তিন টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এই ম্যাচের একাদশে ফেরানো হয়েছে। তাদের জায়গা করে দিতে বিশ্রাম দেয়া হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামকে।

অন্যদিকে সফরকারী জিম্বাবুয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস। ইতোমধ্যে টানা চার ম্যাচ হেরে চরম বিপর্যস্ত জিম্বাবুয়ে, শেষ ম্যাচে সিকান্দার রাজারা অন্তত সান্ত্বনার জয় পাওয়ার খোঁজে নামবেন। সর্বশেষ ম্যাচে শেষদিকে রোমাঞ্চ ছড়িয়েছিল রোডেশিয়ানরা, কিন্তু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে বাংলাদেশ জিতে নেয় ৫ রানে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), শন উইলিয়ামস, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

গিলের ব্যথিত হওয়া উচিত, বললেন রবি শাস্ত্রী

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ হয়নি শুবমান গিলের। ইতোমধ্যে ঘোষিত স্কোয়াড গঠন করা নির্বাচকদের জন্য কঠিন ছিল সন্দেহ নেই। চলতি আইপিএলে একাধিক ভারতীয় ক্রিকেটার দারুণ সব পারফর্ম করে যাচ্ছেন। এরমধ্যে গিলের সুযোগ না মেলা নিয়ে কথা বললেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

শুক্রবারের ম্যাচে শতক হাঁকিয়েছেন গিল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫৫ বলে ১০৪ রান করেন এই ওপেনার। তার সাথে সাই সুদর্শন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ২১০ রান। সুদর্শনের ব্যাতে আসে ৫১ বলে ১০৩ রানের ইনিংস। চেন্নাইয়ের সাথে ৩৫ রানে ম্যাচটি জিতে নেয় গুজরাট টাইটান্স।

চলতি আইপিএলে গিলের পারফরম্যান্স কিছুটা নিম্নমুখী। এরমধ্যেও শতক ছাড়া ৭২ ও ৮৯* রানের ইনিংস খেলেছেন তিনি। গুজরাটের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করে যেতে হচ্ছে এই মৌসুমে। তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে খেলা হবে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। অজিত আগারকারের অধীনে পরিচালিত নির্বাচক প্যানেল রোহিত শর্মার সাথে যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে রেখেছে।

চেন্নাইয়ের বিপক্ষে গিলের ইনিংসের পর কথা বলেছেন শাস্ত্রী। ভারতের এই সাবেক কোচ জানান, “সে (গিল) ব্যথিত হতে পারে। তার ব্যথিত হওয়া উচিত। তার এখানে ইতিবাচক হওয়া উচিত এবং আরও ভালো করার চেষ্টা জারি রাখা দরকার।“

“তার মতো ক্যালিবারের খেলোয়াড় যেকোনো দিকে যেতে পারে। কিন্তু ভারতে তার মতো মেধাবী হওয়া সত্ত্বেও, একটা জায়গা করে নিতে পারেনি।“

Advertisement

শাস্ত্রী আরও যোগ করেন, “তার ক্লাস উন্নত হতে থাকবে। সে হয়তো বিশ্বকাপ দলে নেই কিন্তু সে অগ্রসর হতে থাকবে। এটা তাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।“

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে আগামী জুন মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। জুনের ৫ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ যাত্রা।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version