Connect with us

ফুটবল

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি

Published

on

ট্রয়েসের বিপক্ষে শনিবার লিগ ওয়ানে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। ম্যাচে লিওনের মেসি এক গোল করার পাশাপাশি যোগান দিয়েছেন আরেকটির। এই জয়ে লিগ ওয়ান টেবিলে পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রাখলো প্যারিসের জায়ান্টরা।

এর আগে শুক্রবার তুলসকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল লেন্স। আর সে কারণেই পার্ক ডি প্রিন্সেসে কালকের জয়টা পিএসজির জন্য জরুরি ছিল। উজ্জীবিক ট্রয়েসও অবশ্য ছেড়ে কথা বলেনি। দুইবার এগিয়ে থেকেও অবশ্য তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে ব্যর্থ হয়েছে টেবিলের মাঝামাঝিতে থাকা দলটি।

ইতোমধ্যেই এবারের মৌসুমে পিএসজির আক্রমনভাগের তিন কান্ডারি মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে নিজেদের মধ্যে ৪৩ গোল ভাগ করে নিয়েছেন। কালও এই তিনজনই স্কোরশিটে নাম লিখিয়েছেন।

প্যারিসে তিন মিনিটের মধ্যে রনি লোপেসের এ্যাসিস্টে মামা বালডের দারুন ভলিতে পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা পরাস্ত হলে এগিয়ে যায় সফরকারী ট্রয়েস। ২৪ মিনিটেই অবশ্য সমতা ফেরায় পিএসজি। নেইমারের দারুন পাসে মিডফিল্ডার কার্লোস সোলার গোল করে সমতা ফেরান। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। মেসির একটি দারুন হেড কোনমতে রক্ষা করেন ট্রয়েস গোলরক্ষক গথিয়ার গ্যারন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো স্বাগতিক দর্শকদের হতবাক করেন দেন গিনির ফরোয়ার্ড বালডে। তার লো স্ট্রাইকে ৫২ মিনিটে আবারো এগিয়ে যায় ট্রয়েস। যদিও এই লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। মেসির দুর্দান্ত গোলে তিন মিনিটের মধ্যেই আবারো সমতায় ফিরে পিএসজি।

Advertisement

৬২ মিনিটে প্রথমবারের মত ম্যাচের এগিয়ে যায় পিএসজি। মেসির নিখুঁত পাসে ট্রয়েস রক্ষনভাগকে ফাঁকি দিয়ে নেইমার গোলরক্ষক সগ্যালনকে পরাস্ত করেন। কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন এমবাপ্পে। কিন্তু পোস্টের খুব কাছে থেকে তার শটটি সহজেই তালুবন্দী করেন গ্যালন। মধ্যমাঠ থেকে দারুন এক ফ্লিকে তাকে বল যোগান দিয়েছিলেন নেইমার। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে স্পট কিক থেকে অবশ্য আর কোন ভুল করেননি ফরাসি স্ট্রাইকার। ৮৮ মিনিটে আন্তে পালাভারসা ট্রয়েসের হয়ে এক গোল পরিশোধ করলেও তা শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

চ্যাম্পিয়ন্স লিগের আরো এক দল মার্সেই কাল দুই গোলে এগিয়ে থেকেও এ্যাওয়ে ম্যাচে স্টার্সবার্গের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। প্রথমার্ধে বাম্বা দিয়েং ও ইসা কাবোরের গোলে ২-০  লিড নিয়ে বিরতিতে গিয়েছিল মার্সেই। ৭৬ মিনিটে দক্ষিন আফ্রিকান ফরোয়ার্ড লেবো মোথিবার গোলে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়া স্টার্সবার্গ। তারই ধারাবাহিকতায় স্টপেজ টাইমে কেভিন গামেইরো স্বাগতিকদের হয়ে সমতা ফেরান। এই ড্রয়ে পঞ্চম স্থানে থাকা মার্সেই পিএসজির থেকে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম। এই ম্যাচের ফলাফলের উপর তাদের নক আউট পর্বের ভাগ্য নির্ভর করছে।

ফুটবল

ফুলহামকে হারিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি

Published

on

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে এলো ম্যানচেস্টার সিটি। আজকের (শনিবার) ম্যাচে ফুলহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ফলে লিগ দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকা আর্সেনালকে দুই’য়ে নামিয়ে শীর্ষে উঠে গেল সিটি।

ফুলহামের স্টেডিয়াম ক্র্যাভেন কটেজে মুখোমুখি হয়েছিল দুই দল। একরকম পাত্তা না দেওয়ার মতো করে খেলা চালিয়ে নিয়েছে ম্যানসিটি। জয়টা দরকার ছিল তো বটেই। সেই ক্ষুধা মাঠে দেখিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

পুরো ৯০ মিনিটের ম্যাচে জোড়া গোল এসেছে সিটি ডিফেন্ডার ইওস্কো গাভারদিওলের পা থেকে। ম্যাচ পরিসংখ্যান থেকে দেখা যায়, সিটি যেখানে ১৬ টি শট নিয়েছে, সেখান ফুলহামের শট মাত্র ১ টি। অ্যাওয়ে ম্যাচ হলেও সিটির খেলার ধরনে তেমনটি মনে হয়নি। বরং দাপট বজায় রেখে ৬৫ শতাংশ ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে খেলা শেষ করে ইতিহাদের সৈন্যরা।

গাভারদিওলের পায়ে প্রথম গোল আসে খেলার ১৩ মিনিটের মাথায়। দ্বিতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন, ৫৯ মিনিটে। ম্যাচের ৭১ মিনিটের মাথায় গাভারদিওলের সুযোগ আসে। সে সুযোগ মিস করেননি এই ক্রোয়েশিয়ান ডিফেন্ডার। ফুলহামের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ের খেলায় পেনাল্টি থেকে গোল করেন এই তরুণ।

ফুলহামের বিপক্ষে এই জয়ের পর ৩৬ ম্যাচে ২৬ জয় নিয়ে ৮৫ পয়েন্ট সহযোগে টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে আর্সেনালও সমান ৩৬ ম্যাচ খেলে ২৬ জয় পেয়ে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এদিকে সিটির জয়ে লিভারপুলের লিগ ধরে রাখার সম্ভাবনা একেবারেই নাই হয়ে গেল। ইয়ুর্গেন ক্লপের দল ৩৬ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বর অবস্থানে।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

Published

on

টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতল বসুন্ধরা কিংস। এখনো হাতে ৩ ম্যাচ। আজ (শনিবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার প্রতিপক্ষ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিক ভুঁইয়া স্টেডিয়ামে ২-১ গোলে জিতে অস্কার ব্রুসনের দল জানান দিয়েছে, তারা এখন চলতি মৌসুমের চ্যাম্পিয়ন দল, শিরোপাধারী।

ম্যাচ শুরুর ১৮ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা। আক্রমণাত্মক ফুটবলে মোহামেডানকে খুব বেশি সুযোগ দেয়নি তারা। প্রথম গোলটি আসে দরিয়েলতন গোমেজের পা থেকে। বল বাড়িয়েছিলেন শেখ মোরসালিন, কিছুটা পা ছুঁয়ে যায় মিগেল ফিগেইরার আর তাতেই এক কোণাকুণি শটে প্রতিপক্ষের জাল ভেদ করেছেন দরিয়েলতন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দরিয়েলতনের গোল। এবার মোরসালিনের কর্নার আর সেখান থেকে হেড। নিশ্চিতভাবেই বেশ খানিকটা আনন্দ বয়ে যাচ্ছিল বসুন্ধরা খেলোয়াড়দের মনে। অবশ্য এক সান্ত্বনার গোল পেয়েছে মোহামেডান। মিনহাজ রাকিবের এক গোল আসে ৬৫ মিনিটের দিকে।

এরপর দুই দলের আরও কিছু আক্রমণ-প্রতিআক্রমণ হলেও কেউ আর গোলের মুখ দেখেনি। রেফারি শেষ বাঁশি বাজার পর বসুন্ধরার খেলোয়াড়েরা উল্লাসে মাতেন। প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে মুকুট ধরে রাখল দলটি। একই সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আজকের প্রতিপক্ষ দল মোহামেডান। এর আগে প্রথম লেগে মোহামেডানের সাথে ১-০ গোলে হেরেছিল বসুন্ধরা। লিগে সেটাই একমাত্র হার ছিল তাদের। এবার আর সেই ভুল করেনি ব্রুসনের শিষ্যরা, বরং জয় তুলে অর্জনের পাল্লা ভারী করল।

এর আগে ২০১৮-২০১৯ মৌসুমে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় বসুন্ধরা। এরপর শিরোপা থেকে তাদের আর কেউ পিছিয়ে রাখতে পারেনি।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল

Published

on

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। টুর্নামেন্ট শুরু হতে এখনো ১.৫ মাসের মতো বাকি আছে। স্কোয়াডে সুযোগ হয়নি মিডফিল্ডার ক্যাসিমিরোর। এছাড়াও বাদ পড়েছেন অ্যান্টোনি, রিচার্লিসন। চোটের কারণে এবারের আসর খেলা হচ্ছে না নেইমারের। বাকি সদস্যরা নিয়মিত ও অনুমেয়।

কোচ দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা হলো সবার আগে। ২৩ সদস্যের স্কোয়াডে ক্যাসিমিরোর না থাকা কিছুটা বিস্ময়ের। অভিষেক হয়নি এমন দুই খেলোয়াড়ের অন্তর্ভুক্তি হয়েছে। তাঁরা হচ্ছেন ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা এবং ফরোওয়ার্ড এভানিলসন।

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার এবারের আসর। জুনের শুরুতে দুই-একটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের।

 

ব্রাজিল স্কোয়াড :

Advertisement

গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডারসন, বেনতো

ডিফেন্ডার– দানিলো, ইয়ান কতু, গুয়েলহারমে অ্যারেনা , ওয়েনডেল, বেরাল্ডো, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগাহেস, মারকুইনহোস।

মিডফিল্ডার– আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড- এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনালি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version