স্ত্রীর মামলায় আল আমিনের স্থায়ী জামিন

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকার ৮নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান মাসুম।

তিনি বলেন, এ দিন মামলায় আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিন আবেদন করেন আল আমিন। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১ সেপ্টেম্বর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইসরাত জাহান। এরপর ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর আল আমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ।

গত ১৩ অক্টোবর ধার্য দিনে তদন্ত কর্মকর্তা মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে ২ নভেম্বর নতুন দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version