ক্ষতিপূরণ নিয়ে জলবায়ু সম্মেলন শুরু

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়া উন্নয়নশীল দেশগুলো ধনী দেশগুলোর কাছে যে ক্ষতিপূরণ চাইছে, বিষয়টি আলোচ্যসূচিতে রাখতে সম্মত হয়েছেন প্রতিনিধিরা। জানালেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী ও কপ২৭ প্রেসিডেন্ট সামেহ শুকরি।

রোববার (৬ অক্টোবর) মিসরের শারম-আল-শেখে শুরু হওয়ায় ২৭তম জলবায়ু সম্মেলন (কপ২৭) উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বার্তাসংস্থা রয়টার্সের দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে ১৯০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

সামেহ শুকরি বলেছেন, জলবায়ু তহবিল ব্যবস্থা করার জন্য আনুষ্ঠানিক আলোচনার স্থান তৈরি করা সম্ভব হয়েছে।

এক দশকের বেশি সময় ধরে জলবায়ু বিষয়ে আলোচনা করতে নারাজ ছিল ধনী দেশগুলো।

তবে এবারের সম্মেলনে লোকসান ও ক্ষতিপূরণের এ আলোচনা থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা মিলবে না। তবে ২০২৪ সালের দিকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোনো যাবে।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version