পাট বন্দরে আগুন, ক্ষতি ৮ কোটি

সিরাজগঞ্জের পাট বন্দরে আগুন লেগে ৯ টি পাট গুদামের ১৫ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।

সোমবার (৭ নভেম্বর) রাত ৩ টার দিকে উল্লাপাড়া উপজেলার ঝিকড়া পাট বন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সারোয়ার খান।

তিনি বলেন, ৬ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়। এতে ১৪ জন পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ীর ৯ টি গুদামে রক্ষিত আসাদুল ও সোহেলের প্রায় ৪ হাজার মন, মকলেছুর রহমান ডাবলুর ২ হাজার মন ও অন্যান্য ব্যবসায়ীদের সহ প্রায় ১০ হাজার মন পাট ও শহিদুল ইসলামের পাটের তৈরি প্রায় ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে উল্লাপাড়া পাট বন্দর বনিক সমিতির সভাপতি এস এম আমিরুল ইসলাম আরজু জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সারোয়ার খান বলেন, অগ্নিকাণ্ডের ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version