Connect with us

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালে মহাকাব্য লিখবে কে?

Published

on

দেখতে দেখতে শেষ হতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আবহাওয়াটা যদিও অনুকূলে নেই খেলার। ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা ১০০ ভাগ। পূর্বাভাস জানাচ্ছে ১০ থেকে ২০ মিলি মিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তো আছেই। সঙ্গে বজ্রঝড়ের সঙ্গে আছে ভারী বর্ষণও। তারপরও ফাইনাল বলে কথা।

আজ (রোববার) ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শিরোপা লড়াইয়ে নামবে পাকিস্তান আর ইংল্যান্ড। কার হাতে উঠবে ট্রফি?

কোথায় যেন দুই দলেরই ভাগ্য একই সুতোয় গাঁথা! দুটো দলই শুরুতে নিজেদের ঠিকঠাক চেনাতেই পারছিল না। পাকিস্তান তো হেরেই বসেছিল ভারতের কাছে। ইংল্যান্ড অবশ্য আফগানিস্তানকে হারিয়ে শুরু করে। এরপরই আয়ারল্যান্ডের কাছে হারে চুপসে যায়। তবে সেই ধাক্কাটাই জাগিয়ে দেয় জস বাটলারদের। তারপর তো সব অনিশ্চয়তা পেছনে ফেলে দল ফাইনালে। সবচেয়ে বড় কথা ভারতের স্বপ্ন মাড়িয়ে ইংলিশরা উঠে এসেছে শিরোপা লড়াইয়ে।

একইসঙ্গে ৩০ বছরের পুরোনো স্মৃতিটাই জেগে উঠেছে। তিন দশক আগে এই মেলবোর্নেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ফের কই মাঠে একই প্রতিপক্ষ তখন তো বাড়তি একটা আবেগ কাজ করবেই পাকিস্তানিদের।

এই যেমন মিল এখানেই শেষ নয়। ১৯৯২’র ওয়ানডে বিশ্বকাপ আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ-আইসিসির বৈশ্বিক দুটি আসরে পাকিস্তানের ফাইনালে ওঠার গল্পটাতে দারুণ মিল। সেবার ১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে শুরু, দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পন, বৃষ্টিভাগ্যে ইংল্যান্ডের কাছ থেকে এক পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠা যখন যদি-কিন্তুর সমীকরণে, সেখান থেকে প্রত্যাবর্তনের গল্প লিখে সেই পাকিস্তানই জিতে নেয় বিশ্বকাপ শিরোপা। ইমরান খান ছিলেন সেই জয়ের অগ্রভাগে!

Advertisement

চলতি বিশ্বকাপেও একইভাবে পথ হারাতে হারাতে কখন যে বাবর আজমরা উঠে গেছে ফাইনালে। ইতিহাস, ভেন্যু আর প্রতিপক্ষ সব যখন এমন মিল-তখন বাবর কেন হতে চাইবেন না ইমরান খান?

অবশ্য ইংলিশরাও কম যায় না। তারা ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করে উঠে এসেছে ফাইনালে। সেমি-ফাইনালে ১০ উইকেটের জয়ের পর তো মাটিতে পা পড়ার কথা না। তারপরও বাটলার ভুলে যাননি নিকট অতীত, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচতে হার ব্যাপক হতাশার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল। সেই ম্যাচে হার থেকে আমরা বেশ কিছু শিক্ষা লাভ করেছি। সেটিই আমাদের এগিয়ে নিয়ে গেছে। সেই হার আমাদের ধাক্কা দিয়েছিল। আমি মনে করি, এখন পর্যন্ত যে ক্রিকেট আমরা খেলেছি, তাকে সেই ম্যাচের প্রতিক্রিয়ায় হিসেবে দেখতে পারি।’

ফাইনালে এসে বলা হচ্ছে লড়াইটা হবে পাকিস্তানি পেসারদের সঙ্গে ইংলিশ ব্যাটসম্যানদের। অবশ্য পরিসংখ্যানে চোখ রাখলে এগিয়ে রাখতে হবে ইংলিশদেরই। যেখানে আগের সাক্ষাতের মধ্যে ১৮বার জিতেছে তারা। ৯বার পাকিস্তান। কিন্তু এবার খেলাটা ঠিকঠাক হবে তো? শনিবার গোটা রাতভরই ঝরেছে বৃষ্টি! একেবারে বাংলাদেশের কাদুনে বর্ষার মতো! টিপ টিপ বৃষ্টি রাত শেষে কি আশ্চর্য, সকালে দেখা মিললো রোদের!

এমন রোদ-বৃষ্টির খেলায় না জানি আবার ফাইনালটাতে হেসে উঠে দুই দলই। বিশ্বকাপ এমন দৃশ্য এর আগে যে কখনোই দেখেনি!

Advertisement

ক্রিকেট

বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা ১৫৭ রান

Published

on

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ নারী দলের বিপক্ষে মাঠে নামে ভারত।  টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দলটি। স্বাগতিক দলের বোলারদের ভালোই নিয়ন্ত্রণ করে ভারতের নারীরা।  মান্ধানা, হেমলতা, হারমানপ্রীতদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ তোলে ভারত।

 

অপরিবর্তিত একাদশ নিয়ে সিলেটের মাঠে নামে ভারত। দলটির প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২৫ রানে।  শেফালি ভার্মাকে ১৪ রানে ফিরিয়ে দেন সুলতানা খান।   এরপর স্মৃতি মান্ধানা এবং দয়ালান হেমলতা মিলে দারুণ খেলতে থাকেন। মান্ধানার উইকেট পতন ঘটে, দলের রান যখন ৬২।  নাহিদা আক্তারের ডেলিভারিতে ৩৩ রানে ফিরে যান মান্ধানা।  অধিনায়ক হারমানপ্রীত কৌরের ব্যাটেও রান পায় ভারত।

 

কৌর ও হেমলতা মিলে গড়ে তোলেন ৬০ রানের জুটি।  সফরকারী মেয়েরা আরও এগিয়ে যেতে পারত। তবে পর পর দুই ওভারে কৌর ও হেমলতা ফিরে যান।   উইকেট দু’টি সংগ্রহ করেন নাহিদা এবং রাবেয়া খান।  দলের সংগ্রহ ছিল তখন ১২২ রান।  চলছিল ১৬ তম ওভারের খেলা।  এরপর রিচা ঘোষের ব্যাটে কিছু রান পায় ভারতীয় দল।  শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ভারত।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ভারত

Published

on

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।  টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৪ ম্যাচে বাংলাদেশের মেয়েদের পরাজিত করে সফরকারী দলটি।  আজকের ম্যাচ হারলে হোয়াইটওয়াশের লজ্জা দেখতে হবে বাঘিনীদের।

 

শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য থাকবে হার এড়ানো।  অন্তত সান্ত্বনার জয় আশা করবে তারা।  অন্যদিকে ভারত চাইবে শেষটাও ভালো করতে।  একাদশের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ দলে ৩ পরিবর্তন হয়েছে।  আজকের একাদশে মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলাম’কে রাখা হয়নি।  পরিবর্তে সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।  অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে ভারত।

 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক),  দিলারা আক্তার, রুবয়া হায়দার, সোবহানা মোস্তারী,  স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

Advertisement

 

ভারত একাদশ: হারমানপ্রীত কৌর (অধিনায়ক),  শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, দয়ালান হেমলতা, রিচা ঘোষ, সাঞ্জানা, পূজা ভাস্ত্রকার, দীপ্তি শর্মা, আশা সোবহানা, তিতাস সাধু ও রাধা যাদব।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রজন্মের সেরা ব্যাটার কোহলি, মন্তব্য যুবরাজের

Published

on

ভিরাট কোহলিকে দারুণ প্রশংসায় ভাসালেন যুবরাজ সিং।  কোহলি এমন একজন, যাকে প্রশংসা করার সুযোগ সবাই পায়।  এই যুগের সেরা ব্যাটার হিসেবে কোহলিকে চিহ্নিত করলেন যুবরাজ।  ভারতের এই সাবেক ব্যাটারের ঝুলিতেও আছে চমৎকার সব অর্জন।  কোহলির সাথে সতীর্থ হিসেবে খেলেছেন একসাথে।

 

আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন কোহলি।  সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।  ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দল।  দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আসন্ন বিশ্বকাপেও রাঙাতে চাইবেন এই তারকা ব্যাটার।

 

সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে এই সংস্করণে কোহলির ষষ্ঠ বিশ্বকাপ।  এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো তিনি ২০ ওভারের বিশ্বকাপে অংশ নেন।  কোহলির ঝুলিতে ২০১১ ওডিআই বিশ্বকাপের মেডেল।  কিন্তু এরপর আর কোনো বিশ্বকাপ জয়ের সুযোগ হয়নি ভারতের, কোহলিরও।

Advertisement

 

সাবেক ব্যাটার যুবরাজ মনে করছেন, “সে অবশ্যই এই যুগের সব রেকর্ড ভেঙে ফেলবে।”

 

তিনি আরও যোগ করেন, “এই প্রজন্মের সেরা ব্যাটার, আমি মনে করি, সব সংস্করণেই।  এবং আমি এটাও মনে করি যার একটি বিশ্বকাপ মেডেল দরকার।  তার একটি আছে।  আমি নিশ্চিত সে একটি দিয়ে সন্তুষ্ট নয়।”

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version