Connect with us

ফুটবল

আজ উড়ন্ত স্পেনের সামনে জং ধরা জার্মানি

Published

on

আজ

আজ রোববার (২৭ নভেম্বর) বিশ্বকাপের মাঠে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন আর জার্মানি। দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ‘ই’ গ্রুপের ম্যাচটি।

গতবারও আগেভাগে বিদায় হয়েছিল জার্মানি। আরও একবার গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা এখন তাদের সামনে। জাপানের কাছে ২-১ গোলের হারে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে চারবারের চ্যাম্পিয়নরা। ফলে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটি হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে তাদের।

অন্যদিকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে তারুণ্যনির্ভর স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের নিয়ে গড়া দলটি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়টিই পেয়েছে এবার।

বাঁচামরার ম্যাচে জার্মানদের সামনে তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। পরিসংখ্যানও তাদের পক্ষে নেই। দুই বছর আগে উয়েফা নেশন্স লিগে সবশেষ দেখা হয়েছিল দুই দলের। সে ম্যাচে স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল জার্মানি।

স্পেনের কোচ লুইস এনরিকে তবু প্রতিপক্ষকে নিয়ে সতর্ক। জার্মানির মত দলকে কিছুতেই বাতিলের খাতায় রাখতে রাজি নন তিনি। এনরিকে বলেন, ‘জার্মানি এমন একটা দল যারা সবসময় আক্রমণ করে খেলতে চায়। অবশ্যই তারা ঘুরে দাঁড়াতে চাইবে। আমাদের হারানোর সামর্থ্য তাদের আছে। তবে আমরা মাটিতে পা রেখে আক্রমণাত্মক ফুটবলই খেলব।’

Advertisement

চোট কাটিয়ে জার্মান দলে ফিরছেন লেরয় সানে। অধিনায়ক ম্যানুয়েল নুয়ার জানালেন, তারা ভালোভাবেই বুঝতে পারছেন এই ম্যাচের গুরুত্ব কতটা। তিনি বলেন, ‘আরেকটি ভুল মানে বিদায়। তবে রোববারের ম্যাচটিকে আমি সুযোগ হিসাবে দেখছি।’

যান্ত্রিক ফুটবল এবার তিকিতাকার সামনে টিকবে কিনা, সেটার জবাব পাওয়া যাবে আজ রাতেই!

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

Cancel reply

ফুটবল

বক্সিং ম্যাচ দেখতে গিয়ে দেখা নেইমার ও রোনালদোর

Published

on

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি বক্সিং ম্যাচ দেখতে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। আর সেখানে দেখা হয় ফুটবল বিশ্বের এই দুই জনপ্রিয় তারকার।

দুজনের মধ্যে সাক্ষাতের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পর্তুগিজ তারকা তার বড় ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে এসেছিলেন বক্সিং ম্যাচটি দেখতে। আর নেইমার এসেছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে।

সাক্ষাতের পর দুজনই পর্তুগিজ ভাষায় কথা বলছিলেন। স্পষ্ট বুঝা না গেলেও, মনে হচ্ছিলো রোনালদো নেইমারের ইনজুরি সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন।

ইনজুরির কারণে গেলো বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। আগামী মৌসুমের শুরুতেই মাঠে ফেরার কথা এই ব্রাজিলিয়ান তারকার।

Advertisement

নেইমার ও রোনালদো এক সময় লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছেন। সেখানে অসংখ্যবার মাঠে মুখোমুখিও হয়েছেন তারা।

এখন দুজনে খেলছেন সৌদি লীগের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল ও আল নাসরে। তবে ইনজুরিতে থাকায় রোনালদোর আল নাসরের বিপক্ষে এখনো মাঠে নামা হয়নি আল হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি ফেরার দিনে মায়ামির জয়

Published

on

ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। সেই ম্যাচ জিততেও পারেনি ইন্টার মায়ামি।  ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর ইন্টার মায়ামি জয় পেলো ১–০ গোলে।

রোববার বাংলাদেশ সময় সকালে ম্যাচের বেশির ভাগ সময় ইন্টার মায়ামি দাপট দেখালেও নির্ধারিত সময় পর্যন্ত পায়নি গোলের দেখা। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই শেষ হবে।

তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সের্হিও বুসকেতসের দারুণভাবে বাড়ানো বলকে নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত ভলিতে গোল করেন কাম্পানা।

এই জয়ে ১৫ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল মায়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ফোডেন

Published

on

প্রিমিয়ার লিগে (২০২৩-২৪) মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফিল ফোডেন। পুরো সময়ে দারুণ পারফরম্যান্স করে গেছেন ফোডেন। ইম্প্যাক্ট সাব হিসেবে নেমেও দলের প্রয়োজন মিটিয়েছেন বার বার। সেই পুরষ্কারই জিতলেন সেরা খেলোয়াড় হয়ে।

সিটির হয়ে পুরো মৌসুমে ১৭ টি গোল করেছেন ফোডেন, অ্যাসিস্ট করেছেন ৮ টি। আগামীকাল (রবিবার) ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে ম্যানসিটির। এরমধ্যে আনন্দের মাত্রা আরেকটু বেড়ে গেল ইংলিশ ফুটবলার ফোডেনের।

দলের হয়ে নানা জায়গায় ভূমিকা রেখেছেন ফোডেন। যখন যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই নিজেকে উজাড় করে দিয়েছেন। কিছুদিন আগেই ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন’ এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফোডেন।

Advertisement

পুরস্কার জিতে দারুণ খুশি ফোডেন। সময়টা খুব ভালোই যাচ্ছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “কী দারুণ এক সপ্তাহ! এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে পেরে নিজেকে বেশ সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ যারা আমাকে ভোট করেছেন; সিটির স্টাফ-কোচদের, আমার পরিবার এবং অবশ্যই আমার সতীর্থদের। আমি খুবই খুশি, যেভাবে মৌসুমটা খেলেছি। এটা সম্ভব হতো না, তারা যদি আমার পাশে না থাকতো।”

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version