Connect with us

ক্রিকেট

আশা জাগিয়েও পারলো না টাইগাররা

Published

on

৬ উইকেট হাতে নিয়ে ১০০ রানের লক্ষ্যে আজ রোববার চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে ভারত। দিনের শুরুতেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও মিরাজ আঘাত হানেন ভারতীয় শিবিরে। দিনের দ্বিতীয় ওভারে জয়দেব উনাদকাটকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন টাইগার অধিনায়ক। মিরাজের আঘাতে ঋষভ পান্ত বিদায় হন ৯ রান করে। অক্ষর প্যাটেলকে মিরাজ বিদায় করেন ৩৪ রানের মাথায়। তখন জয়ের পাল্লা ছিলো বাংলাদেশের দিকেই। যে গতিতে এগিয়ে যাচ্ছিলো মিরাজ ও সাকিবের বল, জয় সেই গতিতে আশা জাগিয়ে ছিলো তাদের মনে।

আরও পড়ুনঃ সকালেই ভারত শিবিরে মিরাজ-সাকিবের প্রচণ্ড আঘাত

কিন্তু শেষ রক্ষা আর হলো না। শ্রেয়াস আইয়ার ও রবীচন্দন অশ্বিন জোটি আর টাইগার বোলারদের ফাঁদে পা দেয়নি। তারা ভারতেক নিয়ে যান জয়ের দিকে।

এর আগে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ভারত সংগ্রহ করেছিল ৩১৪ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ২৩১ রান। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের। দ্বিতীয় ইনিংসে ভারত তাদের লক্ষ্য ১৪৫ রান সংগ্রহ করে ৩ উইকেট বাকি থাকতেই। তাই ২-০ তে সিরিজ জিতলো ভারত। ঢাকা টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ৩ উইকেটে হারল বাংলাদেশ

আরও পড়ুনঃ দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৫ রান

ক্রিকেট

লজ্জার হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারলো বাংলাদেশ

Published

on

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ তোলে দলটি। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

বাংলাদেশ দলে বিশ্রাম দেওয়া হয় তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে ভারতীয় দলে ছিলেন না ভিরাট কোহলি। দুই দলের বাকি সবাই অংশ নিতে পারেন ম্যাচটিতে।

বাংলাদেশের সামনে যে লক্ষ্যমাত্রা ছিল, সেখানে টপ অর্ডার ব্যর্থতার পরিচয় দিয়ে বসে শুরুতেই। দলীয় ১০ রানে হারায় ৩ উইকেট। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা চেষ্টা করেছেন। বিশেষ করে মাহমুদউল্লাহর ২৮ বলে ৪০ রানের ইনিংস ছিল সবচেয়ে কার্যকরী। এরপর তিনি রিটায়ার্ড আউট হয়ে মাঠের বাইরে যান।

সাকিবের ব্যাটে আসে ৩৪ বলে ২৮ রান। পরের ব্যাটাররা সবাই এক ডিজিটেই ফিরেছেন। কেবল কিছুটা ব্যবধান কমানো ছাড়া বাংলাদেশের ব্যাটাররা তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি।

ভারতীয় বোলারদের পক্ষে, আর্শদ্বীপ সিং ও শিভাম দুবে দুজনেই ২ টি করে উইকেট নিয়েছেন।

Advertisement

এর আগে রোহিত শর্মার দল আক্রমণ করেই খেলেছে। যতক্ষণ যে ব্যাটার মাঠে ছিলেন বাংলাদেশি বোলারদের উপর চড়াও হতেই দেখা গেছে। দলের পক্ষে রিশাব পান্ট ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে যান।

বাকি ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ২৩ রান, সুরিয়াকুমার যাদব ৩১ রান, হার্দিক পান্ডিয়া অপরাজিত ৪০ রান করেন। শিভাম দুবে ইনিংস বড় করতে পারেননি ১৪ রানে আউট হয়েছেন। সানজু স্যামসনের ব্যাটে এসেছে মাত্র ১ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

বাংলাদেশের সামনে ১৮৩ রানের লক্ষ্য

Published

on

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে ভারতীয় দলে খেলছেন না ভিরাট কোহলি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রোহিত শর্মার দল আক্রমণ করেই খেলেছে। যতক্ষণ যে ব্যাটার মাঠে ছিলেন বাংলাদেশি বোলারদের উপর চড়াও হতেই দেখা গেছে। দলের পক্ষে রিশাব পান্ট ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হয়ে যান।

বাকি ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ২৩ রান, সুরিয়াকুমার যাদব ৩১ রান, হার্দিক পান্ডিয়া অপরাজিত ৪০ রান করেন। শিভাম দুবে ইনিংস বড় করতে পারেননি ১৪ রানে আউট হয়েছেন। সানজু স্যামসনের ব্যাটে এসেছে মাত্র ১ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ক্রিকেটকে বিদায় বললেন দীনেশ কার্তিক

Published

on

অবশেষে দীনেশ কার্তিক ‘অফিশিয়ালি’ নিজের অবসরের কথা জানালেন। ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। এবারের বিশ্বকাপ খেলার জন্যেও জানান দিয়েছিলেন- তবে সুযোগ হয়নি। আজ (শনিবার) অবসরের সিদ্ধান্ত জানালেন কার্তিক। আজ তার জন্মদিনও বটে।

কার্তিকের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০২-০৩ মৌসুমে। বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ও আইপিএলে নিজেকে ধরে রেখেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্সের প্লে-অফ ম্যাচ দিয়ে নিজের বিদায়ের স্বাক্ষর রেখেছিলেন। আইপিএল শুরুর আগে জানিয়েছিলেন, এটাই তার শেষ মৌসুম। এখন পর্যন্ত আইপিএলের প্রতিটি মৌসুম খেলে আসছিলেন কার্তিক।

Advertisement

কার্তিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আবেগীয় বিবৃতি দিয়েছেন। যার মাধ্যমে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের হয়ে ২৬ টি টেস্ট, ৯৪ টি ওডিআই, ৬০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কার্তিক। তিনি আইপিএলে খেলেছেন মোট ২৫৬ ম্যাচ। যেখানে সংগ্রহ করেছেন ৪ হাজার ৮১৬ রান।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version