দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৫ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৬টার দিক থেকে কুয়াশা ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় বেলা পৌনে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েক ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। যা দ্রুতই কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

Recommended For You

Leave a Reply Cancel reply

Exit mobile version